ফের গ্যাস লিক

দু’জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

Must read

নরেন্দ্রপুরের পর এবার কাকদ্বীপে অ্যামেনিয়া গ্যাস লিক করে আতঙ্ক ছড়াল। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাকদ্বীপের হরিপুর দাসপাড়ায় মা তারা আইস ফ্যাক্টরি নামের একটি বরফ কারখানা থেকে গ্যাস লিক করে পুরো এলাকা ঝাঁঝালো গন্ধে ভরে যায়। চোখ জ্বালা করতে থাকে এলাকার মানুষের।

আরও পড়ুন-তৃণমূলের মান্যতা প্রত্যাহার করতে বলব কমিশনকে, বিচারপতির মুখোশ খুলল তৃণমূল

দু’জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বরফ কারখানাটি অনেক পুরনো। নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না। যার জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

Latest article