সোহিনী সাউ: মেঘলা আকাশ, নির্ধারিত সময়ের আগেই ম্যাচ বন্ধ। এই পরিস্থিতি থেকে যেন মুক্তি পাচ্ছে না বাংলা। শুক্রবার ইডেনে ছত্তিশগড়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনেও যার ব্যতিক্রম হল না। আলো কমে আসার জন্য ৭৩ ওভারের পরেই আম্পায়াররা ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হলেন। কানপুরে আগের ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খারাপ আবহাওয়াই বাংলার জয়ের পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল। তবে অনুষ্টুপ মজুমদারের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছে বাংলা।
আরও পড়ুন-লালু-তেজস্বীকে তলব ইডির, জমির বদলে চাকরি মামলা
টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ছত্তিশগড়। এদিন দুই ওপেনার সৌরভ পাল এবং শ্রেয়াংশ ঘোষ বড় রান পাননি। উইকেটে থিতু হয়ে ১১১ বল খেললেও শ্রেয়াংশ যোগ করতে পেরেছেন মাত্র ২২ রান। সুদীপ ঘরামিকে (৪৯) ফেরান ছত্তিশগড়ের বাঙালি ফাস্ট বোলার সৌরভ মজুমদার। ব্যাটিং স্টান্সে বদল এনেও সুরাহা পেলেন না বঙ্গ অধিনায়ক মনোজ তিওয়ারি (১৯)। রবি কিরণ প্যাভিলিয়নে ফেরান মনোজকে। চাপের মুখে ৩৯ বছরের সেই বর্ষীয়ান অনুষ্টুপের ব্যাটের দিকেই এখন তাকিয়ে আছে বাংলা। ৫৫ রানে নট আউট থেকে ক্রিজে রয়েছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (৪৭ নট আউট)। এদিন প্রদীপ্ত প্রামাণিকের বদলে শুভম চট্টোপাধ্যায়ের অভিষেক হয়েছে।