লালু-তেজস্বীকে তলব ইডির, জমির বদলে চাকরি মামলা

ফের আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে লালুপুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও

Must read

প্রতিবেদন : ফের আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে লালুপুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও। শুক্রবার ইডির তরফে গিয়েছে, পাটনায় ইডির অফিসে বাবা ও ছেলেকে তলব করা হয়েছে। লালুকে ডাকা হয়েছে আগামী ২৯ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তেজস্বীকে।

আরও পড়ুন-শস্যহানি ঠেকাতে গুরুত্ব প্রশাসনের উপকৃত হচ্ছেন ১১ লক্ষ কৃষক, শস্যবিমায় বরাদ্দ আরও ১০২ কোটি টাকা

এর আগেও বাবা-ছেলেকে ইডি তলব করেছিল। সেবার দু’জনেই হাজিরা এড়িয়েছিলেন। লালু যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় জমির বদলে রেলের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এই বিষয়ে গত কয়েক মাসে নানা জায়গায় অভিযান চালিয়েছে ইডি। অভিযোগ, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালু রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে গ্রুপ ডি পদের সমতুল্য হিসাবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। অভিযোগের প্রেক্ষিতে এর আগে সিবিআই একটি মামলা করে। ওই মামলায় লালু ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তাঁদের দুই কন্যা এবং আরও ১২ জনের।

Latest article