প্রতিবেদন : প্রথম দিনটা ছিল অভিষেক পোড়েলের ব্যাটিং দাপট। শুক্রবার রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলার বোলাররা। হায়দরাবাদের প্রথম ইনিংসে মাত্র ৭০ রানেই ৭ উইকেট তুলে নেন বাংলার বোলাররা। মুকেশ কুমার একাই নেন বিপক্ষের চার উইকেট। কিন্তু অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন হায়দরাবাদের ব্যাটাররা। প্রথম ইনিংসে বাংলার বড় লিড নেওয়ার আশায় জল ঢেলে দেন রবি তেজা এবং তনয় ত্যাগরাজন। দু’জনে অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ১০৯ রান।
আরও পড়ুন-ধোনিকে দেখেই অনুপ্রাণিত রিচা
শেষ পর্যন্ত বল হাতে তাঁদের জুটি ভাঙেন মনোজ তিওয়ারি।
রবি অপরাজিত থেকে যান ৮১ রানে। তনয় ৫২ রান করেন। বাংলার প্রথম ইনিংসে করা ২৪২ রানের জবাবে হায়দরাবাদের প্রথম ইনিংস শেষ হয় ২০৫ রানে। ৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা সুদীপ ঘরামির উইকেট হারিয়ে করেছে ১৬ রান। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ৫৩ রানে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১০ রানে এবং ঋত্বিক রায়চৌধুরী ৩ রানে ক্রিজে। তৃতীয় দিনের প্রথম দু’ঘণ্টা বাংলার ব্যাটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, ‘‘রবি তেজা আর তনয় ত্যাগরাজন অসাধারণ ব্যাট করেছে। উইকেটও লাঞ্চের পর বেশ সহজ হয়ে গিয়েছিল। আমাদের বোলাররা চেষ্টা করেছে। এখনও দু’দিন বাকি। প্রতি ঘণ্টায় পরিকল্পনা করে এগোতে হবে।’’