সন্তোষে জয় দিয়ে শুরু করল বাংলা

ফলে বাকি সময় ১০ জনে খেলতে হয়েছে বাংলাকে। ম্যাচের পর বাংলার কোচ রঞ্জন চৌধুরী নিম্নমানের রেফারিং নিয়ে অভিযোগ তুলেছেন

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে জয় পেল বাংলা। সোমবার পাঞ্জাবের পিটি মেহঙ্গা সিং স্টেডিয়ামে ওড়িশাকে ২-০ গোলে হারিয়েছে বাংলা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে, বিরতির আগেই এগিয়ে গিয়েছিল বাংলা। ১৪ মিনিটে গোল করেন বিজয় মুর্মু। বিরতির সময় ১-০ গোলেই এগিয়ে ছিল বাংলা। দ্বিতীয়ার্ধে ব্যবধানে দ্বিগুণ করেন জিতেন মুর্মু। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে লাল কার্ড দেখেন বাংলার অন্যতম গোলদাতা বিজয়।

আরও পড়ুন-শ্রমজীবী মহিলাদের নিয়ে কাজ, অর্থনীতিতে নোবেল পেলেন ক্লাডিয়া গোলডিন

ফলে বাকি সময় ১০ জনে খেলতে হয়েছে বাংলাকে। ম্যাচের পর বাংলার কোচ রঞ্জন চৌধুরী নিম্নমানের রেফারিং নিয়ে অভিযোগ তুলেছেন। একই সঙ্গে জিতলেও, দলের খেলার সন্তুষ্ট নন রঞ্জন। এরজন্য অবশ্য ফুটবলারদের ক্লান্তি এবং খারাপ মাঠকে দায়ী করেছেন বাংলার কোচ। রঞ্জনের বক্তব্য, ক্লান্তির জন্যই ফুটবলাররা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। এছাড়া মাঠ ভাল ফুটবলের অনুপযুক্ত ছিল। রেফারিংও খুব খারাপ হয়েছে। তবে প্রথম ম্যাচে জয় সব সময়ই গুরুত্বপূর্ণ। বুধবার দ্বিতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ দিল্লি।

Latest article