বাংলার প্রযুক্তি কাতার বিশ্বকাপে

Must read

প্রতিবেদন: কাতার ফুটবল বিশ্বকাপে (Qatar World Cup- West Bengal) এবার বাংলা যোগ। এবারের ফিফা বিশ্বকাপ যে সমস্ত স্টেডিয়ামে হবে সেখানে ফ্লাডলাইট জ্বালানোর জন্য বৈদ্যুতিক প্যানেলে যে ট্রান্সফর্মার রাখা হয়েছে, তা সরবরাহ করছে এই শহরেই একটি সংস্থা। বিএমসি ইলেক্টোপ্লাস্ট নামে ওই সংস্থার তৈরি ইনস্ট্রুমেন্টই এবার কাতার বিশ্বকাপে ব্যবহার করছেন আয়োজকরা। ২০১২ সালে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ হয় কাতার বিশ্বকাপ (Qatar World Cup- West Bengal) আয়োজকদের সঙ্গে। তারপর একাধিক পরীক্ষা নিরীক্ষার পর তাঁদের তৈরি ওই ইনস্ট্রুমেন্ট নির্বাচিত হয়। এই ঘটনায় অত্যন্ত গর্বিত সংস্থার কর্তারা। বিএমসির ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টিটিভ সপ্তর্ষি মিত্র বলছিলেন সেই কথাই। সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকার চুক্তি হয়েছিল তাঁদের। আয়োজকদের প্রয়োজন মতো ইনস্ট্রুমেন্ট প্রায় ৫ বছর ধরে তাঁরা সরবরাহ করেন। সপ্তর্ষি বলছিলেন, এটা শুধু আমাদের গর্ব নয়, এ রাজ্যেরও গর্ব। বিশ্বকাপের মতো একটি বড়মাপের কর্মযজ্ঞে এ রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা কম নয়। এটা রাজ্যের শিল্পের ক্ষেত্রেও একটি বড় বিজ্ঞাপন। সংস্থার প্রতিনিধি হিসেবে সপ্তর্ষির দাবি, এ রাজ্যে শিল্পের পরিবেশ যথেষ্ট অনুকূল। কেউ যদি আমায় বিনিয়োগ করার কথা জানতে চায় তাঁকে আমি নিশ্চিত ভাবে পশ্চিমবঙ্গের কথাই বলব।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাঠে তেতে থাকে বিরাট, বললেন শাস্ত্রী

Latest article