প্রতিবেদন: নরম গরম পিঠে পুলি, তাজা ফল, সবজি আর বাংলার সংস্কৃতির ছোঁয়া। শীতের বেলায় এমনই উৎসবের আমেজ। শুরু হচ্ছে ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব ২০২৪’ (Bengal’s cultural and nature festival)। ১২ জানুয়ারি শুক্রবার উদ্বোধন (Bengal’s cultural and nature festival)। চলবে ১৪ জানুয়ারি রবিবার পর্যন্ত। স্থান বিধাননগর পুরসভার বিজে পার্ক। সময় বেলা তিনটে থেকে রাত ন’টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেণায় ও বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে প্রত্যেক বছরই এই উৎসব হয়। শুধু বিধাননগরবাসী নয়, শহরবাসী অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য। কারণ এখানে ৮ থেকে ৮০ সকলেই সমানভাবে আনন্দ করার সুযোগ পান। ছৌনাচ, আদিবাসী নৃত্য, গান, যাত্রাপালা এরই সঙ্গে উপরি পাওনা বাংলা কাটুর্নের মজাদার চরিত্রদের দেখা। সবই থাকছে এই উৎসবে। কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী সুজিত বসু। থাকবেন সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, অভিনেতা সাংসদ দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান প্রমুখ।
আরও পড়ুন- উপাচার্যের দফতর ত্যাগ