চোখের চিকিৎসায় নজির শ্রমজীবী হাসপাতালের

Must read

সংবাদদাতা, হুগলি : ফের নজির গড়ল শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল (Sramajibi Hospital Serampore)। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এবার চোখের চিকিৎসার জন্য শুরু হলো বহির্বিবিভাগ পরিষেবা। পাশাপাশি এখানে এবার থেকে ফেকো সার্জারিও করা হবে। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুরু হবে ফেকো সার্জারি। হাসপাতালের সম্পাদক গৌতম সরকার জানিয়েছেন, করোনা কালের আগে চোখের মাইক্রো সার্জারি শুরু হয়েছিল এই হাসপাতালে। কিন্তু করোনার ফলে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি গণ উদ্যোগে একটি মেশিনে এনে ফের ফেকো সার্জারি শুরু হতে চলেছে। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল ২০১০ সালে শুরু হয়েছিল। এরপর রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্নভাবে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটিয়ে চলেছে। এই হাসপাতালেই (Sramajibi Hospital Serampore) প্রথম ক্যাথল্যাব বসানো হয়। এছাড়াও জেলায় প্রথম পঞ্চায়েত এলাকায় এই হাসপাতালেই কম্পোনেন্ট সেপারেটরযুক্ত ব্লাড ব্যাঙ্ক চালু হয় সবার আগে। যার ফলে পাশের জেলার মানুষরাও রক্ত পাচ্ছেন খুব সহজেই। শ্রমজীবী হাসপাতালের পাশে দাঁড়িয়েছে শ্রমজীবী গণউদ্যোগ ভোল্টাস অ্যান্ড ভোলকার্ট এমপ্লয়িজ ইউনিয়ন। ইউনিয়নের পক্ষ থেকে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালকে ২৭ লক্ষ টাকার চোখ অপারেশনের জন্য একটি আধুনিক ফেকো মেশিন দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালে সি-আর্ম ও ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনির সার্জারি, ডেন্টাল সার্জারি, ইএনটি সার্জারি হয়। হার্ট, কিডনি ও মেডিসিন বিভাগে চিকিৎসাও ভালো হচ্ছে এই হাসপাতালে।

আরও পড়ুন- বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসবের অপেক্ষায় শহর

Latest article