বাংলার উন্নয়নমূলক কর্মসূচিগুলি পেল স্বীকৃতি, হাজার কোটি টাকা দিয়ে সাহায্য বিশ্বব্যাঙ্কের

রাজ্যের সামাজিক সুরক্ষা কর্মসূচির উন্নয়নে ১ কোটি ২৫ লক্ষ ডলার, ভারতীয় মূল্যে প্রায় ১০০০ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাঙ্ক

Must read

বিশ্বের দরবারে কন্যাশ্রী মতো প্রকল্প আগেই স্বীকৃতি পেয়েছে । এবার পশ্চিমবঙ্গ(West Bengal) সরকারের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি স্বীকৃতি দিল বিশ্বব্যাঙ্ক। রাজ্যের সামাজিক সুরক্ষা কর্মসূচির উন্নয়নে ১ কোটি ২৫ লক্ষ ডলার, ভারতীয় মূল্যে প্রায় ১০০০ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাঙ্ক (World Bank)।

আরও পড়ুন-মোদি সরকারের ‘কো উইন’ থেকে তথ্য ফাঁসের অভিযোগে চাঞ্চল্য

ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) রাজ্যে নারী ক্ষমতায়নের উপর জোর দেন। পাশাপাশি, সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে একের পর এক প্রকল্প গ্রহণ করে রাজ্য সরকার (State Government)। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা চালু হয়। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করেন মমতা। চালু হয় সামাজিক ক্ষেত্রে দুয়ারে সরকার, দুয়ারে রেশনের মতো প্রকল্প।

আরও পড়ুন-গোয়া বিজেপিতে ভাঙন, ক্ষোভে বিজেপি ছাড়লেন মনোহর পারিকরের ছেলে উৎপল

অন্য ক্ষেত্রগুলিতে অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে বা নতুন প্রকল্পের পরিকল্পনায় হ্রাস টেনেও সামাজিক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সে সময়ই বিশ্বব্যাঙ্কের কাছে ঋণের আবেদন জানানো হয়। অগাস্টেই বিশ্বব্যাঙ্কের তরফে ঋণ দেওয়ার বিষয় রাজ্যকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়। এরপর চিঠি পাঠিয়ে টাকা দেওয়ার কথা জানায় বিশ্বব্যাঙ্ক।

Latest article