অব্যাহত রাশিয়া – ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের (Ukraine) উপর আক্রমণ থামাচ্ছে না রাশিয়া (Russia)। ক্রমশই প্রকাশ্যে আসছে ইউক্রেনের একের পর এক শহরের ধ্বংসাবশেষের ছবি। ইউক্রেন যুদ্ধের ১৯ দিন, যখন-তখন হামলা চালাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটা ভয়াবহ যে, ইউক্রেনের বিভিন্ন শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এবার হামলায় আহত সাংবাদিক। কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের (Fox News) সাংবাদিক বেঞ্জামিন হল (Benjamin Hall)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা একটি ফেসবুক পোস্টে বলেছেন যে একজন ব্রিটিশ সাংবাদিক উভয় পায়ে আঘাত পেয়েছেন। তবে ভেনেডিক্টোভা সাংবাদিকের পরিচয় জানাননি।
ফক্স নিউজের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের কাছে এই মুহূর্তে বিশদ বিবরণ নেই, তবে বেন হাসপাতালে ভর্তি এবং ইউক্রেনের মাটিতে কাজ করা আমাদের টিম পরিস্থিতি অতিরিক্ত তথ্য সংগ্রহের জন্য কাজ করছে,”রবিবার রাজধানী কিভের কাছে ইরপিনে শরণার্থীদের ছবি তুলতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে যান মার্কিন সাংবাদিক ব্রেন্ট রিনাড। ইউক্রেনের (Ukraine) অভিযোগ, রুশ সেনার এলোপাথাড়ি গুলিতেই মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় শোকপ্রকাশও করেছিলেন বেঞ্জামিন।
আরও পড়ুন – কেন্দ্রের কাছে আবেদন জানিয়ে চেয়ারপার্সনকে চিঠি মেয়রের, জাতীয় শহর করতে হবে শিলিগুড়িকে
২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের (Ukraine) একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।
সূত্রের খবর, রাশিয়ার সেনা এখন এগোচ্ছে ইউক্রেনের রাজধানী কিভের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শদাতা ওলেক্সি অ্যারেস্টোভিচের দাবি, শুধুমাত্র মারিউপোলেই রাশিয়ার হামলায় আড়াই হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরু হওয়া থেকে এখনও অবধি ৯০ জন শিশুও প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতিয়ারেজ জানিয়েছেন, যুদ্ধ থামাতে তিনি ভারত, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল-সহ একাধিক দেশের সঙ্গে সমন্বয় রেখে চলছেন। তাঁর আবেদন, হিংসা বন্ধ করে অবিলম্বে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতে হবে দুই দেশকেই।