আস্থা ভোটে জয় অনিতদের

Must read

প্রতিবেদন : আস্থা ভোটে পরাজিত হলেন হামরো পার্টির চেয়ারম্যান রিতেশ পোর্টেল। এর ফলে হামরো ক্ষমতাচ্যুত হল দার্জিলিং পুরসভা (Darjeeling Municipality) থেকে। বুধবার আস্থা ভোটে হামরো (Hamro Part) অংশ নেয়নি। কারণ অনাস্থার বিরোধিতা করার মতো শক্তি তাদের ছিল না। বরং মুখ বাঁচাতে তারা বলছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। আস্থাভোটে জিতে ক্ষমতায় এল অনিত থাপার (Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং তৃণমূল কংগ্রেস জোট (Darjeeling Municipality- BGPM-TMC)। চেয়ারম্যান হতে চলেছেন কাউন্সিলর দীপেন ঠাকুরী (Deepen Thakuri)। একক সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগার ১৬ জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে দার্জিলিং পুরসভার হামরো পার্টির চেয়ারম্যান রিতেশ পোর্টেলকে অপসারণ করলেন বিজিপিএম (Bharatiya Gorkha Prajatantrik Morcha) ও তৃণমূলের ১৬ জন কাউন্সিলর। দার্জিলিং পুর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড দখল করেছিল হামরো পার্টি। কিন্তু কিছুদিন বাদেই ছয়জন কাউন্সিলার যোগ দেয় বিজিপিএমে (Darjeeling Municipality- BGPM-TMC)। সব মিলিয়ে বিজিপিএমের কাউন্সিলার সংখ্যা দাঁড়ায় ১৪ জন। দার্জিলিং পুরসভায় (Darjeeling Municipality) বিজিপিএমের বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দুজন কাউন্সিলার নির্ণায়ক ভূমিকা পালন করে। এই খুশিতেই পাহাড়ে এদিন বিজয় উৎসব পালন করে বিজিপিএম সমর্থকরা। অনিত থাপা জানিয়েছেন, আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তাই বোর্ড গঠন আমরাই করতে চলেছি। চেয়ারম্যান হবে দুই নাম্বার ওয়ার্ডের। তবে যারা এই বিষয়টিকে কুৎসা করছে তাদের আইন খতিয়ে দেখা উচিত। আগামী ১০ দিনের মধ্যে চেয়ারম্যান মনোনীত হবে।

আরও পড়ুন-ফের কোভিড মাথাচাড়া দিতেই সাধারণ মানুষের পুরনো প্রশ্ন

Latest article