নয়াদিল্লি, ২৯ এপ্রিল : যত সময় গড়াচ্ছে, ততই প্রতিবাদী কুস্তিগিরদের আন্দোলনের (Wrestlers protest- Delhi) সমর্থনে এগিয়ে আসছেন অন্যান্য ক্রীড়াবিদরাও। কপিল দেব, নীরজ চোপড়াদের পর এবার বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকদের পাশে দাঁড়ালেন সানিয়া মির্জা ও বাইচুং ভুটিয়াও।
প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ট্যুইট করেছেন, ‘‘এটা অত্যন্ত দুঃখের যে, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করেছে, সেই কুস্তিগিরদের ধরনায় বসতে হচ্ছে। ওদের আরও সম্মান প্রাপ্য। একজন প্রাক্তন ক্রীড়াবিদ এবং দুই মেয়ের বাবা হিসেবে মহিলা কুস্তিগিরদের বিরুদ্ধে যৌন হেনস্তার খবর জেনে আমার হৃদয় ভেঙে গিয়েছে।’’
আরও পড়ুন- বোমা ফাটালেন শাস্ত্রী, একবারও নির্বাচনী সভায় থাকার আমন্ত্রণ পাইনি
প্রাক্তন টেনিস তারকা সানিয়া ট্যুইট করেছেন, ‘‘ওরা যখন দেশকে সম্মান এনে দিয়েছে তখন আমরা উৎসব করেছি। তাহলে এই কঠিন সময়েও আমাদের উচিত ওদের পাশে থাকা। আমি চাই সত্য প্রকাশ্যে আসুক।’’ এদিকে, প্রতিবাদী কুস্তিগিরদের (Wrestlers protest- Delhi) তরফে বজরং পুনিয়া জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। চাপে পড়ে জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বজরংয়ের বক্তব্য, ‘‘আমরা অবিলম্বে জাতীয় কুস্তি সংস্থার পদ থেকে ব্রিজভূষণের পদত্যাগ চাই। শুধু তাই নয়, ওঁকে দ্রুত গ্রেফতার করতে হবে।’’ যদিও অভিযুক্ত ব্রিজভূষণ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। কারণ পদত্যাগ করলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে মনে হবে। তিনি নির্দোষ। তাঁর দাবি, প্রতিবাদী কুস্তিগিররা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। তবে ব্রিজভূষণের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বজরংরা।