এগরা বিস্ফোরণকাণ্ড: ওড়িশা থেকে গ্রেফতার ভানু বাগ-সহ ৩ 

Must read

পালিয়ে গিয়েও শেষরক্ষা হল না। ওড়িশা থেকে এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) মূল অভিযুক্ত ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগ গ্রেফতার। তাকে গুরুতর আহত অবস্থায় গ্রেফতার করেছে সিআইডি। পুলিশের জালে ভানুর ছেলে ও তার ভাগ্নেও। তাদের এগরায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। ভানুকে ওড়িশা পুলিশের নজরদারিতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। উল্লেখ্য, বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে ওড়িশা চম্পট দিয়েছিলেন ভানু। খবর পাওয়ার পরই পুলিশও ওড়িশায় ভানুকে গ্রেফতারের উদ্দেশে রওনা দেয়। এরপর বুধবার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাঁর খোঁজ শুরু করে রাজ্য় পুলিশ ও সিআইডি। ওড়িশায় পৌঁছে যায় পুলিশের টিমও। বুধবার মাঝরাতে খবর মেলে কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ভানু। ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে হাসপাতালে যায় সিআইডি ও রাজ্য পুলিশ। এবং বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই সিআইডি গ্রেফতার করে বেআইনি বাজি কারখানার মালিক তথা এগরা বিস্ফোরণকাণ্ডের (Egra Blast) মূল অভিযুক্ত ভানু বাগ এবং তার ছেলে ও ভাগ্নেকে। আপাতত হাসপাতালেই ভানুকে নজরবন্দি করে রাখা হয়েছে।

আরও পড়ুন- আজ শুরু অভিষেকের তিনদিনের জেলা সফর

Latest article