বৃষ্টিতে প্লাবিত ভারত মণ্ডপম, কেন্দ্রকে নিশানা সাকেতের

তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে আজ ভিডিয়ো পোস্ট করেন এবং সেখানে স্পষ্ট যে জলে ডুবে আছে ভারত মণ্ডপমের প্রবেশপথ।

Must read

জি২০ সম্মেলনের (G20 Summit) জন্য ভারত সরকারের ৯৯০ কোটি টাকা বা ১২০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দ ছিল। দিল্লিতে (Delhi) এই মুহূর্তে সেই সম্মেলন চলছে। প্রস্তুতি ছিল তুঙ্গে। পরিকাঠামোগত এবং সাজসজ্জার জন্য ৪,১০০ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। কিন্তু প্রশ্ন হল এত খরচ করার পর বৃষ্টিতে মূল সভাস্থলের প্রবেশপথ এভাবে জলমগ্ন কিভাবে হয়ে গেল? তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে এই মর্মে এক্সে একটি ভিডিও প্রকাশ্যে এনে মোদী সরকারকে তোপ দাগেন। জি২০ নৈশভোজের থালায় অশোকস্থম্ভের প্রতীক থাকা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি।

আরও পড়ুন-বর্ধমান ঢুকে নড়ল না বন্দে ভারত এক্সপ্রেস

তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে আজ ভিডিয়ো পোস্ট করেন এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে জলে ডুবে আছে ভারত মণ্ডপমের প্রবেশপথ। জল শুকোনোর জন্য একটি গাড়ি হয়ত চালানো হচ্ছিল। সেখান দিয়ে জল ডিঙিয়ে কয়েকজন সভাস্থলে প্রবেশ করছিলেন। যে জায়গায় জল জমে আছে, সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি নিয়েই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা দলের মুখপাত্র সাকেত গোখলে এক্সে লেখেন, ‘একজন সাংবাদিকের এই ভিডিয়ো অনুসারে, বৃষ্টির ফলে আজ জি২০ শীর্ষ সম্মেলনের সভাস্থল প্লাবিত হয়েছে। চার হাজার কোটি টাকা খরচ করার পর এই হল অবস্থা। জি২০ তহবিলের এই চার হাজার কোটি টাকার কত টাকা আত্মসাৎ করেছে মোদী সরকার?’

 

Latest article