মেলবোর্ন, ২২ জানুয়ারি : নাদাল আগেই ছিটকে গিয়েছিলেন। রবিবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন মেয়েদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেকও (IGA Swiatek)। ২১ বছর বয়সি ইগা তিন-তিনটে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ফেভারিট হিসেবেই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আসরে পা রেখেছিলেন পোলিশ তরুণী। কিন্তু এদিন চতুর্থ রাউন্ডের ম্যাচে কাজাখস্তানের ইলিনা রাইবাকিনার কাছে স্ট্রেট সেটে ৪-৬, ৪-৬ ব্যবধানে হেরে যান তিনি। ২৩ বছর বয়সী রাইবাকিনা গত বছর উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এদিন ইগার বিরুদ্ধে দুর্দান্ত খেলে জয় ছিনিয়ে নেন তিনি।
বিধ্বস্ত শিয়নটেক (Iga Swiatek) বলেন, ‘‘শেষ দুটো সপ্তাহ খুব কঠিনভাবে কাটল। এই হারের জন্য একেবারেই তৈরি ছিলাম না। মনে হচ্ছে নিজের উপর একটু বেশি প্রত্যাশা করে ফেলেছিলাম।’’ এদিকে, কোয়ার্টার ফাইনালে রাইবাকিনার প্রতিপক্ষ লাটভিয়ার ইয়েলেনা ওস্টাপেঙ্কো। দিনের অন্য একটি চতুর্থ রাউন্ডের ম্যাচে আরেক ফেভারিট আমেরিকার কোকো গফকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে বড় চমক দিয়েছেন ওস্টাপেঙ্কো।
আরও পড়ুন: ৮৭! বিশ্বকাপে বড় হার শেফালিদের, অনূর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট
এদিকে, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তৃতীয় বাছাই স্টেফানোস সিসিপাস। তবে জেতার জন্য রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। পাঁচ সেটের ম্যারাথন টেনিস-যুদ্ধের পর ইতালির জানিক সিনারকে ৬-৪, ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকিট ছিনিয়ে নেন সিসিপাস। ছেলেদের অন্য একটি ম্যাচে আমেরিকার সেবাস্তিয়ান কোর্দা পোলিশ টেনিস তারকা হুবার্ট হুরকাজকে হারিয়ে দিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৭ (৩/৭),
৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ ম্যাচ পকেটে পুরে নেন সেবাস্তিয়ান। প্রসঙ্গত, এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।