হাসপাতাল থেকে ছেলের দেহ পেতে ভিক্ষা দম্পতির, বিজেপি জোট শাসিত বিহারে

Must read

প্রতিবেদন : বিহারে বিজেপি জোট সরকারের জমানায় চূড়ান্ত অমানবিকতা ও দুর্নীতির ছবি প্রকাশ্যে। মৃত ছেলের দেহ ফেরত পেতে সমস্তিপুর সদর হাসপাতালে বৃদ্ধ, দরিদ্র দম্পতির কাছে চাওয়া হল ৫০ হাজার টাকা ঘুষ। হাসপাতাল থেকে ছেলের মৃতদেহ ছাড়াতে এখন রাস্তায় (Bihar Couple Begs)  ভিক্ষা করছেন বৃদ্ধ দম্পতি।

বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ছেলে। বিভিন্ন জায়গায় তার খোঁজ করেছেন বাবা-মা। শেষে সমস্তিপুর সদর হাসপাতাল থেকে একটি ফোন আসে। তাঁরা জানতে পারেন সন্তান আর বেঁচে নেই। তারপরেই আরও বিপর্যয়। ছেলের দেহ ফিরে পেতে দিতে হবে ৫০ হাজার টাকা ঘুষ! প্রস্তাব আসে হাসপাতালের কর্মীদের পক্ষ থেকে।

দিশাহারা বাবা-মা। নুন আনতে পান্তা ফুরনো সংসারে ৫০ হাজার কোথায় পাবেন? বাধ্য হয়ে ভিক্ষার রাস্তা বেছে নিয়েছেন বৃদ্ধ দম্পতি (Bihar Couple Begs)। সমস্তিপুরের পথে পথে মানুষের কাছে হাত পাততে দেখা যাচ্ছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।

আরও পড়ুন: গণবণ্টনে বাংলা মডেল চাইলেন মোদির ভাই

বিহারে জোট সরকারের অব্যবস্থা আর সাধারণ মানুষের দুর্ভোগের ছবি দেখে শিউরে উঠছে সারা দেশ। যেখানে বাংলায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন সবাই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এমনকী, মৃত্যুর পর সামর্থ্য না থাকলে দেহ সৎকারের জন্যেও টাকা দিচ্ছে সরকার। সেখানে বিহারের বৃদ্ধ দম্পতির এই করুণ চিত্র সবার চোখে জল এনেছে।   জোট সরকার পরিচালিত ওই সরকারি হাসপাতালটির অধিকাংশ কর্মী নামমাত্র বেতনে চুক্তির ভিত্তিতে কাজ করেন। অতিরিক্ত রোজগারের জন্যেই তাঁরা রোগীর আত্মীয়দের কাছ থেকে ঘুষ চান। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরে সমস্তিপুর জেলা প্রশাসন দম্পতির হাতে তাঁদের ছেলের দেহ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Latest article