গণবণ্টনে বাংলা মডেল চাইলেন মোদির ভাই

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দেশের গণবণ্টন ব্যবস্থা নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির ভাই প্রহ্লাদ দামোদরদাস মোদি (Prahlad Damodardas Modi) । কেন্দ্রের নীতির বিরুদ্ধে আঙুল তুলে তিনি বলেন, দেশের গণবণ্টন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এজন্য ‘বাংলা মডেল’ গোটা দেশে প্রয়োগ করুক সরকার। পাশাপাশি মোদির ভাইয়ের ঘোষণা, মোদি সরকারের বিরুদ্ধে সংসদ অভিযানের ডাক দিয়ে আন্দোলনে নামবেন তাঁরা।

আরও পড়ুন: আইনি পদক্ষেপ করতে পারে পুরসভা, মেট্রোর গাফিলতিতে বুজে যাচ্ছে কালিকাপুর খাল

বৃহস্পতিবার দিল্লিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের বৈঠক অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রহ্লাদ মোদি (Prahlad Damodardas Modi)। ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু-সহ নেতৃত্ব। রেশন ডিলারদের বিভিন্ন দাবিতে একগুচ্ছ কর্মসূচি ঘোষিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিলারদের যে কমিশন দেওয়া হয় তা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন তাঁরা। এদিন তারও ঘোষণা করা হয়৷ আগামী জুলাই মাসে ব্লকস্তর থেকে ধরনা কর্মসূচি পালিত হবে। ২ অগাস্ট সংসদের বাদল অধিবেশনের সময় সংসদ ঘেরাও অভিযান পালন করা হবে। ওইদিন রামলীলা ময়দানে ১৫ লক্ষ রেশন ডিলার জড়ো হবেন বলে জানিয়েছে সংগঠকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা আছে। নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি বলেন, মানুষের স্বার্থে বাংলা পারলে দেশ কেন পারবে না? তিনি জানান, প্রধানমন্ত্রী যখন গুজরাটে ছিলেন তখনও তাঁকে এ-বিষয়ে জানিয়েছিলেন।

Latest article