‘উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন’: মুখ্যমন্ত্রী

Must read

প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Higher Secondary Result 2022)। এরপরই কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ফলে জেলার জয়জয়কার, ৪৯৮ পেয়ে প্রথম দিনহাটার অদিশা

ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Higher Secondary Result 2022) লেখেন, “উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন। মেধাতালিকায় স্থান পাওয়া সকল পড়ুয়াদের শুভেচ্ছা জানাই। অভিনন্দন প্রতিটি শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা, স্কুল সবাইকে। আমাদের জেলার ছাত্র ও ছাত্রীরা খুব ভালো ফল করেছে। শহরের ছেলেমেয়েরাও আমাদের গর্বিত করেছে। শহরের ছেলেমেয়েরাও আমাদের গর্বিত করেছে। কৃতী ছাত্র-ছাত্রীদের আগামী উজ্জ্বল হোক।”

আরও একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,’পরীক্ষার পর খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ২০২৩-এর উচ্চমাধ্যমিকের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। এতে আগামী বছরে পরীক্ষার্থীদের সুবিধা হবে। যারা আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য মমতা বলেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। লড়াই করলে নিশ্চই ভালো ফল হবে আগামিদিনে।”

Latest article