উচ্চমাধ্যমিকের ফলে জেলার জয়জয়কার, ৪৯৮ পেয়ে প্রথম দিনহাটার অদিশা

Must read

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের (Higher Secondary Result 2022) ফলাফল। এবার উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। শুক্রবার সকালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ (Higher Secondary Result 2022) করেন। চলতি বছর পাশের হারের ৮৮.৪৪ শতাংশ। মেধাতালিকায় রয়েছেন মোট ২৭২ জন। তাঁদের মধ্যে ১৪৪ জন ছেলে ও ১২৮ জন মেয়ে।

একনজরে দেখে নিন প্রথম ৬ জনের প্রাপ্ত নম্বর:

প্রথম হয়েছেন- অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। ৯৯.৬ শতাংশ,তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮।

দ্বিতীয় হয়েছেন- সায়নদীপ সামন্ত, পশ্চিম মেদিনীপুরের। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭

তৃতীয় হয়েছেন চার জন-৮৯৬ পেয়েছেন তাঁরা। কলকাতা, হুগলি, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরের ছাত্র তারা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী তার মডেল, তাঁরই লেখা গান গায় দেবাঙ্কিতা

চতুর্থ হয়েছেন আট জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫ । তারা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, হুগলির পড়ুয়া তারা।

পঞ্চম হয়েছেন ১১ জন, ৪৯৪ পেয়ে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহারের পড়ুয়া তারা।

ষষ্ঠ হয়েছেন ৩২ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩ ।

প্রসঙ্গত, এবারের মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৪ লক্ষ ৬৫৫ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। ৯৬.৮ শতাংশ পরীক্ষায় বসেছেন। মোট পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছেন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৯০.১৯ শতাংশ ছেলে, ৮৬.৯৮ মেয়েদের পাশের হার এ বছর। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৭৮.১৬ শতাংশ।

Latest article