সংবাদদাতা, হাওড়া : সঠিক সময়ে অফিসে আসা এবং যাওয়া চূড়ান্ত করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে হাওড়া কর্পোরেশন। এজন্য হাওড়া পুরভবন-সহ বরো অফিসগুলিতে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করছে কর্পোরেশন। কর্মীরা বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলে তবেই কর্মীদের দফতরে উপস্থিত হিসেবে গণ্য করা হচ্ছে। তাই অফিসে আসা-যাওয়ার ক্ষেত্রে কর্মীদের কোনওরকম কারচুপি করা সম্ভব নয়। বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি জানান না দিলে কর্মীরা অনুপস্থিত হিসেবে গণ্য হচ্ছেন।
আরও পড়ুন-মেসি-জ্বরে আক্রান্ত বাংলা, তৈরি জার্সি, সন্দেশ
স্থায়ী ও অস্থায়ী কর্মীদের জন্যেই বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হচ্ছে। পুরভবন ও বরো অফিসের পর কর্পোরেশনের উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও এই বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা করা হবে। হাওড়া কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ২৯টি বায়োমেট্রিক আনা হয়েছে। এর মধ্যে ১১টি ফেস ডিটেকটর বা মুখে ছবি তোলার যন্ত্র ও বাকিগুলি থাম্ব ইমপ্রেসন বা আঙুলের ছাপ নেওয়ার যন্ত্র। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘অফিসে আসা-যাওয়ার ক্ষেত্রে কর্মীদের আরও সময়ানুবর্তী করতে এই ব্যবস্থা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় দু হাজার কর্মীকে বায়োমেট্রিক হাজিরার আওতায় আনা হয়েছে। বাকিদেরও ধাপে ধাপে এর আওতায় আনা হবে। এর ফলে কর্পোরেশনের অফিসের সমস্ত দফতরেই কর্মসংস্কৃতির মান আরও বাড়বে।’