রবিপ্রণামে মুখরিত পাহাড় থেকে সমতল

একটা সময় অশান্ত দার্জিলিংয়ে ভস্মীভূত হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের স্মৃতিধন্য মংপুর বাড়িটি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মংপুর সেই বাড়ি নতুনরূপে প্রাণ ফিরে পায়

Must read

ব্যুরো রিপোর্ট : একটা সময় অশান্ত দার্জিলিংয়ে ভস্মীভূত হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের স্মৃতিধন্য মংপুর বাড়িটি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মংপুর সেই বাড়ি নতুনরূপে প্রাণ ফিরে পায়। কোভিডের জন্য দু’বছর বন্ধ ছিল রবি ঠাকুরের জন্মদিন। পরিস্থিতি স্বাভাবিক হতেই এবার সাড়ম্বরে হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। জেলাশাসক এস পুন্নবালাম প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন।

আরও পড়ুন-ডবল ইঞ্জিনের নমুনা! মোদির গুজরাতে স্বেচ্ছামৃত্যুর আর্জি ৬০০ মৎস্যজীবীর

ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী । এছাড়াও শিলিগুড়ি পুরসভার উদ্যোগে বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে কবিপ্রণাম হয়। ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিন নম্বর বোরো চেয়ারম্যান মিলি সিনহা। মালদহে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল রবীন্দ্রজয়ন্তী। ছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সি, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল প্রমুখ। দেওয়াল চিত্র, ক্যানভাস অঙ্কনের মধ্য দিয়ে জন্মজয়ন্তীতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান বালুরঘাটের চিত্রশিল্পীরা। কলেজ মোড় সংলগ্ন এলাকায় দেওয়াল চিত্র অঙ্কন করেন তাঁরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এদিন রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

Latest article