জেলায় জেলায় ঘোষিত বিশ্ববাংলা শারদ সম্মান

প্রতি বছরের মতো এবছরও কলকাতা ও জেলার সেরা পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান দিচ্ছে রাজ্য সরকার।

Must read

প্রতি বছরের মতো এবছরও কলকাতা ও জেলার সেরা পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান দিচ্ছে রাজ্য সরকার।

মুর্শিদাবাদ

দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান তুলে দেওয়া হল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পুজাে কমিটিকে। শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র ঘোষণা করে বলেন, মুর্শিদাবাদ জেলার সেরা পুজো হিসেবে চিহ্নিত হয়েছে তিনটি পুজো। বহরমপুরের ভট্টাচার্য পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, বহরমপুরের আমড়াতলা দুর্গাপুজাে কমিটি এবং বহরমপুরের চুনাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা পুজোর তকমা পেয়েছে। অন্যদিকে সেরা মণ্ডপের জন্য বিশ্ববাংলা শারদ সম্মান পেল কান্দি ব্লকের অরবিন্দ স্পোর্টিং ক্লাব, ডোমকলের ২৪ পল্লি দুর্গাপুজো কমিটি এবং বহরমপুরের মধ্যসৈদাবাদ সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

আরও পড়ুন –এক জোড়া তরবারিতে হয় দেবীর ঐতিহ্যবাহী আরাধনা জঙ্গলমহলে

উত্তর ২৪ পরগনা
সংবাদদাতা, বারাসত : বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ পেল উত্তর ২৪ পরগনা জেলার ২০টি পুজো কমিটি। শনিবার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী এই ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ভাল দিন দেখে পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে। জেলাশাসকের দফতর সূত্রে জানা গিয়েছে সেরা পুজোর সম্মান পেয়েছে বারাসতের ৪-এর পল্লি সর্বজনীন, বারাকপুরের সোদপুর উদয়ন সংঘ, বেলঘরিয়া বাণীমন্দির, বসিরহাটের প্রান্তিক স্পোর্টিং ক্লাব, বারাসতের গড়পাড়া বিধান স্মৃতি সংঘ। সেরা মণ্ডপ বারাসতের উদয়রাজপুর নেতাজি সংঘ, কামারথুবা প্রগতি সংঘ, বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, অভিযান সংঘ, বারাকপুরের মধ্য নোনাচন্দনপুকুর অধিবাসীবৃন্দ। সেরা প্রতিমা বারাসতের শেঠপুকুর সর্বজনীন, বিড়া বল্লভপাড়া বারোয়ারি, বারাকপুরের মানসবাগ সর্বজনীন, বিজয়নগর সেবা সমিতি, বসিরহাটের থুবা ব্যায়াম সমিতি। সেরা সমাজ সচেতনতায় বারাকপুরের শহিদ কলোনি সর্বজনীন, বসিরহাটের নৈহাটি বকুলতলা উই দ্য গ্রিন ক্লাব, বনগাঁর পাল্লা দক্ষিণপাড়া, ১২র পল্লি স্পোর্টিং ক্লাব ও বারাসতের রামকৃষ্ণপল্লি সর্বজনীন।

আরও পড়ুন –এক জোড়া তরবারিতে হয় দেবীর ঐতিহ্যবাহী আরাধনা জঙ্গলমহলে

বীরভূম
সংবাদদাতা, বীরভূম : শনিবার বিকেল পাঁচটার সময় জেলাশাসক বিধান রায় জেলা প্রশাসন ভবনের কনফারেন্স রুমে বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতা ২০২২-এর ফলাফল ঘোষণা করলেন। এবার রামপুরহাট, সিউড়ি ও বোলপুর মহকুমায় বেশ কয়েকটি পুজো কমিটিকে বিজয়ী ঘোষণা করেছে। জেলার সার্বিক সেরার সেরা তিনটি মহকুমা থেকেই হয়েছে। তাদের মধ্যেক রয়েছে সাঁইথিয়া অরুণোদয়, বোলপুরের জাম্বুনি সর্বজনীন দুর্গাপুজো সমিতি ও রামপুরহাটের তরুণের আহ্বান।

আরও পড়ুন –কৃতী ছাত্রের হাতে মাতৃমণ্ডপ উদ্বোধন

উত্তর দিনাজপুর
সংবাদদাতা, রায়গঞ্জ : ফি বছরের মতো এবারেও দুর্গাপুজো উপলক্ষে উত্তর দিনাজপুর জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হল বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২। এদিন রায়গঞ্জের কর্ণজোড়া মাল্টিপারপাস হলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে শারদ সম্মান হিসেবে মেমেন্টো তুলে দেওয়া হয়। প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। এবছরে বিশ্ববাংলা শারদ সম্মানের অধীন সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা ও সেরা সমাজসচেতনতা এই ৪টি ক্যাটাগরিতে জেলার মোট ১২টি পুজো কমিটিকে নির্বাচন করা হয়। সরকারি ভাবে পুরস্কার পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন –শুক্তো-চচ্চড়িতে জমে ওঠে সিডনির দুর্গাপুজো

পুরুলিয়া
সংবাদদাতা, পুরুলিয়া : এবার পুরুলিয়া জেলায় বিশ্ববাংলা শারদ সম্মান পাচ্ছে জেলার বারোটি পুজো কমিটি। শনিবার বিকেলে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে নির্বাচিত পুজো কমিটিগুলির নাম ঘোষণা করা হয়। এবার সেরা পুজোর সম্মান পেয়েছে রঘুনাথপুর মহকুমার দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন, ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন ও পুরুলিয়া শহরের হুচুকপাড়া সর্বজনীন পুজো। সেরা মণ্ডপের জন্য বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার পাচ্ছে মানবাজার মহকুমার মানবাজার নামোপাড়া সর্বজনীন, ইন্দকুড়ি সর্বজনীন ও রঘুনাথপুর মহকুমার পারবেলিয়া কোলিয়ারি সর্বজনীন। সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে রঘুনাথপুর মহকুমার সরবড়ি সর্বজনীন, পুরুলিয়া শহরের সদরপাড়া সর্বজনীন ও শরৎ সেন কম্পাউন্ড সর্বজনীন।

আরও পড়ুন –ছোট্ট ‘উমা’ অমাত্রার হাতে মশা বধ

কোচবিহার
সংবাদদাতা, কোচবিহার : বিশ্ববাংলা শারদসম্মান ২০২২-এর জেলার সেরা পুজো উদ্যোক্তাদের সম্মানিত করল জেলা তথ্য সংস্কৃতি বিভাগ। শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সদর মহকুমা শাসক সেখ রাকিবুর রহমান, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন সহ জেলার পুজো উদ্যোক্তারা। জেলার আবেদনকারী ৪১টি পুজোর উদ্যোক্তাদের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে বিচারকদের বিচারে সেরা পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা ও সেরা সমাজসচেতনতা পুজো— মোট ৪টি বিভাগে মোট ১২টি পুজো কমিটিকে আর্থিক সাহায্যের পাশাপাশি ট্রফি দিয়ে সম্মান প্রদান করা হয়।

আরও পড়ুন –পঞ্চায়েত দফতরের উদ্যোগে দুয়ারে মহাভোজ

দক্ষিণ ২৪ পরগনা
সংবাদদাতা, ডায়মন্ড হারবার :‌ দক্ষিণ ২৪ পরগনার বিশ্ববাংলা শারদ সম্মানের ফল ঘোষণা করলেন জেলাশাসক সুমিত গুপ্তা। শনিবার বিকেলে আলিপুরে জেলাশাসকের দফতর থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। চারটি বিভাগে ২২টি পুজোকে নির্বাচিত করা হয়েছে। সেরা পুজোর সম্মান পেয়েছে ৬টি পুজো কমিটি। এগুলি হল বারুইপুর মহকুমার পদ্মপুকুর ইউথ ক্লাব, উত্তর উকিলপাড়া ভাইভাই সংঘ, ক্যানিং মহকুমার মিঠাখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ডায়মন্ড হারবার মহকুমার বেলসিংহা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কাকদ্বীপ মহকুমার কাকদ্বীপ অমৃতায়ন সংঘ ও আলিপুর সদর মহকুমার মৌদি ভ্রাতৃ সংঘ। সেরা প্রতিমা বিভাগে পুরস্কার পাচ্ছে গড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, সায়ক গোষ্ঠী দুর্গাপুজো কমিটি, গদামথুরা তৃতীয়খণ্ড সর্বজনীন দুর্গাপুজো কমিটি, বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি ও জগতলা প্লেয়ার্স কর্নার। সেরা মণ্ডপের পুরস্কার পাচ্ছে বারুইপুর প্রগতি সংঘ, বারুইপুর সাহাপাড়া সাত ও আটের পল্লি, বারুইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটি, ডায়মন্ড হারবার নতুনপোল যুববৃন্দ, ডায়মন্ড হারবার পুরাতনবাজার সর্বজনীন, রামচন্দ্রপুর নেতাজি সুভাষ ক্লাব ও বজবজ হালদারপাড়া সর্বজনীন। সমাজ সচেতনতার পুরস্কার পাচ্ছে ক্যানিং হাইস্কুপাড়া সর্বজনীন, চাঁদপুর মিলন সংঘ ও সারেঙ্গাবাদ বটতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর ১০২টি পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

Latest article