দুয়ারে সরকারই সমাধান মানল বিজেপি

Must read

সংবাদদাতা, মালদহ : দুয়ারে সরকারই (Duare sarkar- BJP) সমাধান। এবার শিবিরে গিয়ে নিজের চোখে মেনে নিলেন কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুভাষকৃষ্ণ গোস্বামী। ১৯৭৮ সাল তিনি বিজেপির সক্রিয় কর্মী ও নেতা। বর্তমানে তিনি মালদহ জেলা বিজেপির বর্ধিত কমিটির সদস্য ও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের ফর্ম পূরণের পাশাপাশি শিবিরের কাছে হাত লাগান বর্ষীয়ান বিজেপি নেতা সুভাষকৃষ্ণ গোস্বামী। মানুষের সুবিধার্থে প্রকল্পের ফর্ম পূরণের কাজ করেন তিনি। বুধবার মালদহের চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গার্লস স্কুলে দুয়ারে সরকারের শিবির (Duare sarkar- BJP) অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলের প্রধান-সহ বিজেপি নেতারা যৌথভাবে মানুষের কাজে সহায়তা করেন। দুয়ারের সরকার ক্যাম্পে আংশিক বিদ্যুৎ বিল ছাড়াও সেখানে রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের শিবির বসে। এদিন শিবির গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিবির চলাকালীন হঠাৎই আসেন বিজেপি নেতা সুভাষকৃষ্ণ গোস্বামী। বিরোধী দল হলেও সাধারণ মানুষের জন্য তৃণমূল সরকারের প্রকল্পগুলি পেতে মানুষের জন্য সাহায্যেের হাত বাড়িয়ে দিতে কোনও অসুবিধা নেই বলে মত প্রকাশ করলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। রাজ্য সরকারের উন্নয়নের উপর ভরসা রাখছেন বিজেপি নেতারাও।

আরও পড়ুন-জল-সমাধান ২৪ ঘণ্টায়

Latest article