জল-সমাধান ২৪ ঘণ্টায়

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করার ২৪ ঘণ্টার মধ্যে ঝাড়গ্রামের জঙ্গলমহলের দুটি এলাকায় পানীয় জলের (Jhargram- Drinking Water) সমস্যা মিটতে চলেছে। বিনপুরের শিলদা ও মালাবতী গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়িতে বিরসা মুন্ডার জন্মদিবস পালনের জন্য আসেন। সভা শেষে গাড়িতে বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম (Jhargram- Drinking Water) ফেরার পথে শিলদায় দাঁড়ান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীরা তাঁদের গ্রামে পানীয় জলের সমস্যার কথা জানান। বেলপাহাড়ির একটি জল প্রকল্প থেকে ওই এলাকায় জল সরবরাহ করা হত। কিন্তু সেই জল পাইপ লাইনের মাধ্যমে পাওয়া যায় না। রাজ্যের প্রশাসনিক প্রধানকে সামনে পেয়ে মালাবতী গ্রামের বাসিন্দারা তাঁদের পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্যা সামনে আসতেই বুধবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়াররা স্থানীয় বিধায়ক দেবনাথ হাঁসদার সঙ্গে এই এলাকায় যান। পুরো এলাকা ঘুরে দেখে তাঁরা সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেন। জানিয়ে দেন দু’একদিনের মধ্যে অস্থায়ীভাবে এই দুটি এলাকায় গভীর নলকূপ বসানো হবে। পরে স্থায়ী ব্যবস্থা করা হবে। কর্তাদের প্রতিশ্রুতি পেয়ে খুশি গ্রামবাসীরা।

আরও পড়ুন-প্রশ্ন হল, তখন কেন টু উইন্ডো থাকে না?

Latest article