অশালীন, সেই দিলীপ আবারও

Must read

প্রতিবেদন : বিজেপির কুকথা আর ফুরোয় না! আবারও সেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। আবারও আক্রমণের লক্ষ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শালীনতার সব সীমা ছাড়িয়ে অভিষেককে কদর্য ভাষায় আক্রমণ করলেন দিলীপ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কুৎসিতভাবে দিলীপ (Dilip Ghosh) বলেন— উনি কে চাঁদু হে। জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরছেন। কার বাপের টাকায় উনি ওই নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছেন। ওর বাপের টাকায় ওকে সিকিউরিটি দেওয়া হয়েছে? ২০০ পুলিশ তাঁকে ঘিরে রেখেছে। বুধবার উলুবেড়িয়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে এভাবেই কুকথায় নিজের নোংরা মানসিকতার পরিচয় দিলেন আবারও। যার তীব্র প্রতিবাদ জানিয়েছে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের হাওড়া জেলা সভাপতি (গ্রামীণ) ও বিধায়ক রাজা সেন (MLA Raja Sen) বলেন, দিলীপ নিজের দলেই কোণঠাসা। রাজনৈতিকভাবে লড়াইয়ে পেরে না উঠে এরকম অনৈতিক ও কদর্য ভাষা ব্যবহার করছেন তিনি। ওঁর মতো নেতার মখে মানুষ এর থেকে ভাল ভাষা আর কী আশা করতে পারে? তাই বাংলার মানুষ ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে। পঞ্চায়েত ভোটেও ওদের একই অবস্থা হবে।

Latest article