নন্দীগ্রামে তৃণমূল পার্টি অফিস ভাঙল বিজেপি

নন্দীগ্রামে একের পর এক সমবায় সমিতির নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। তার উপর বহু আদি বিজেপি নেতা, সম্প্রতি তৃণমূলে যোগদান করেছেন।

Must read

সংবাদদাতা, নন্দীগ্রাম : নন্দীগ্রামে একের পর এক সমবায় সমিতির নির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। তার উপর বহু আদি বিজেপি নেতা, সম্প্রতি তৃণমূলে যোগদান করেছেন। ফলে, বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির পায়ের নিচ থেকে মাটি অনেকটা সরে গিয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নন্দীগ্রামকে অশান্ত করে তোলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। রবিবার গভীর রাতে নন্দীগ্রামে হরিপুর অঞ্চলের দেবীচকে তৃণমূল পার্টি অফিসে হামলা চালাল বিজেপির দুষ্কৃতীরা। দলীয় পতাকা ছিঁড়ল, ভাঙল জিনিসপত্র। সোমবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-নেতাজি-স্মরণেও দাদাগিরি ফব-র

নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ এর প্রতিবাদে নন্দীগ্রাম থেকে চণ্ডীপুর চৌমুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ব্যাপক যানজট তৈরি হয়। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। গত বৃহস্পতিবার রাতেও নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগরে পারুলবাড়ি ২৪৭ ও ২৪৮ নম্বর বুথে তৃণমূল বুথ কমিটির সদস্য বুদ্ধদেব মুনিয়ানের বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা বোমাবাজি করে। মোটরবাইক ভাঙচুর করে। ঘটনায় বুদ্ধদেব ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। এভাবে নতুন করে নন্দীগ্রামে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে বলে অভিযোগ বাপ্পাদিত্যের। বলেন, ফ্ল্যাগ-ফেস্টুন ছেঁড়া বিজেপির কালচার। নন্দীগ্রামে বিজেপি দুর্বল হয়ে পড়ছে বলেই এই হামলা।

Latest article