নিশীথের বাড়ি থেকে বেরিয়ে হামলা চালাল বিজেপি

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপর হামলা চালাল বিজেপি দুষ্কৃতীরা।

Must read

সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপর হামলা চালাল বিজেপি দুষ্কৃতীরা। মঙ্গলবার দিনহাটা-১ ব্লকের ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ভেটাগুড়ি বাজার এলাকার ঘটনা। বিজেপির দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন দুই তৃণমূল কংগ্রেস কর্মী। নাম অজিত বর্মন ও বিশ্বজিৎ বর্মন। বর্তমানে তাঁরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে ভেটাগুড়ি বাজার এলাকায় দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-ল্যাংড়া আম, বেনারসি পানের জিআই

পরে দিনহাটা থানার পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়। ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ। এবিষয়ে দিনহাটা-১/বি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মন বলেন, নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে দু’জন বিজেপি সমর্থক মদ্যপ অবস্থায় লাঠিসোঁটা নিয়ে আমাদের কর্মীদের দিকে ধেয়ে আসে। আমাদের এক কর্মী বিশ্বজিৎ বর্মনকে মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় জখম করে। এবং আরেকজন কর্মী অজিত বর্মনকে পেটাতে পেটাতে নিশীথ প্রামাণিকের বাড়ির দিকে নিয়ে যায়। সমাজবিরোধীরা এলাকায় অত্যাচার চালাচ্ছে। তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন-রাজ্য ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমা খাতে দিল ৩৪৫ কোটি

উল্লেখ্য, এর আগে নিশীথ প্রামাণিকেরই কনভয়ে দেখা গিয়েছিল অস্ত্র হাতে দুষ্কৃতীদের। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল দিনহাটা। ফের এদিন ওই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে মদ্যপ অবস্থায় বিজেপি দুষ্কৃতীরা আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকে। এই ঘটনায় স্বাভাবিকভাবে বিজেপির সন্ত্রাসপূর্ণ মানসিকতা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা।

Latest article