মালদহে হালে পানি পাবে না বিরোধীরা

আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই কর্মিসভার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।

Must read

সংবাদদাতা,মালদহ : মালদহের মাটি শক্ত, বিরোধীরা হালে পানি পাবে না বলে তোপ দাগলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পঞ্চায়েত ভোটের আগে জেলার দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর প্রথম মালদহে সাংগঠনিক সভা করলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মালদহ জেলার দায়িত্ব দিয়েছেন। তাই তিনি জেলায় সাংগঠনিক সফরে এসেছেন। মালদহ টাউন হলে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত কর্মিসভায় তিনি হাজির হন।

আরও পড়ুন-নিশীথের বাড়ি থেকে বেরিয়ে হামলা চালাল বিজেপি

আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এই কর্মিসভার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ জেলার অন্যান্য বিধায়ক, কাউন্সিলর ও জেলা নেতৃত্ব। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলার নেতা-নেত্রীদের নিয়ে পঞ্চায়েত ভোটে কীভাবে নেতৃত্বরা কাজ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মিসভায়। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, এটি দলের গণতান্ত্রিক একটি প্রক্রিয়া। দলে কেউ স্বৈরাচারী নয়। মন্ত্রী ও সমস্ত বিধায়ক ও জেলা নেতৃত্ব এই কর্মিসভায় উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে কর্মিসভার আয়োজন করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলে যেন কোনও সমস্যা তৈরি না হয়।

Latest article