বিএসএফের আতঙ্কে থমথমে গীতালদহ

চোখে-মুখে আতঙ্কের ছাপ। বাড়ির দরজা-জানলা বন্ধ। চারপাশ থমথমে। কেউ দরজায় কড়া নাড়লে ভয়ে কাঁটা হয়ে যাচ্ছেন বাসিন্দারা।

Must read

অনুপম সাহা, কোচবিহার: চোখে-মুখে আতঙ্কের ছাপ। বাড়ির দরজা-জানলা বন্ধ। চারপাশ থমথমে। কেউ দরজায় কড়া নাড়লে ভয়ে কাঁটা হয়ে যাচ্ছেন বাসিন্দারা। বিএসএফের আতঙ্কে এমনই স্তব্ধতা গ্রাস করেছে গীতালদহের গ্রামটিতে। কয়েকদিন আগে ঘটে যাওয়া জেলাল মিয়ার মৃত্যু ভুলতে পারছেন না গ্রামবাসীরা। মাঝে মধ্যেই গ্রামের একপ্রান্তের বাড়ি থেকে ভেসে আসছে কান্নার রোল। সঙ্গে আর্তনাদ। নিষ্ঠুর বিএসএফ জওয়ানদের শাস্তি চাই। মৃতের পরিবারের সদস্যরা জানান, মৃতদেহে কেন বিএসএফের পোশাক জড়ানো ছিল? কী কারণে বিএসএফ পিটিয়ে খুন করল? কিছুই কি মৃতের পরিবারের সদস্যদের জানার অধিকার নেই?

আরও পড়ুন-মালদহে হালে পানি পাবে না বিরোধীরা

বিএসএফের কি এতটুকু দায়িত্ব নেই? যদিও মর্মান্তিক এই ঘটনার পর রাজ্য সরকারের তরফে জেলাল মিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গত সোমবার মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় দাবি করেন, ‘‘এই মৃত্যুর পিছনে আছে বিএসএফ। বিএসএফকে কেউ অধিকার দেয়নি সাধারণ নির্দোষ গ্রামবাসীদের খুন করার। গত ডিসেম্বর মাসে দিনহাটায় সীমান্তে বিএসএফ গুলি করে প্রেমকুমার বর্মনকে মেরেছে। এই পরিস্থিতিতে শীতলকুচিতে আবারও বিএসএফ জেলালকে পিটিয়ে খুন করল। দু’দিন পেরিয়ে গেলেও বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সীমান্তে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার।

Latest article