সংবাদদাতা, উলুবেড়িয়া : ‘‘মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, কংগ্রেস ও বামেরা। মৃত্যুকে হাতিয়ার করে ওরা একজোট হয়ে রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছে। কিন্তু ওদের এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।’’ মঙ্গলবার বিরোধীদের বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে আমতার বাইনানে তৃণমূলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় একথা বলেন কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রীর অভিযোগ, বিরোধীরা পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তি চাইছে।
আরও পড়ুন-মতুয়াদের নিয়ে ধর্মের তাস খেলছেন মোদি
এজন্য তারা মানুষের মৃত্যুকে হাতিয়ার করেছে। কিন্তু রাজ্যের মানুষ ওদের এই ভাঁওতা বুঝে গিয়েছে। ওরা যত মানুষের মৃত্যুকে নিয়ে এইরকম নোংরা রাজনীতি করবে ততই আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। কারণ মানুষ জানে অপরাধ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করেন না। সে তিনি পুলিশ কর্মীই হোন বা দলের কোনও কর্মী হন। অপরাধ করলে মুখ্যমন্ত্রী কাউকে রেয়াত করেন না। ফিরহাদ বলেন, বগটুই বা আমতা সব জায়গাতেই অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হয়েছে। আমতায় দু’জন। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বিজেপি শাসিত যেকোনও রাজ্যের থেকে অনেক ভাল। তাই ওদের মুখে এই বিরোধিতা মানায় না।
আরও পড়ুন-দলের নির্দেশ মেনেই কালনায় পুরবোর্ড
তিনি কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, বাম জমানায় অধীর চৌধুরি ক’টা ন্যায়যাত্রা করেছিলেন। উল্টে কংগ্রেস কর্মীদের যারা খুন করেছে সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছেন। তাই আজ ওদের রাজ্যবাসী ছুঁড়ে ফেলে দিয়েছে। ফিরহাদ বলেন, পুত্রহারা বাবার কষ্ট আমরাও উপলব্ধি করছি। আমরা সবসময় আনিসের পরিবারের পাশে আছি। এই সভার আগে আমতার সীমানাগোড় থেকে বাইনান তৃণমূলের উদ্যোগে বিশাল মিছিল হয়। মিছিলে পা মেলান পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়, বিধায়ক ও তৃণমূলের হাওড়া(গ্রামীণ) চেয়ারম্যান সমীর পাঁজা, সুকান্ত পাল, প্রিয়া পাল সহ আরও অনেকে।