অমিত শাহের মঞ্চ থেকে বঙ্গভঙ্গের দাবি বিজেপির

এবার শাহের সভামঞ্চে দাঁড়িয়ে বঙ্গভঙ্গ প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রথমদিনই আরও বড় বিতর্ক তৈরি করলেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন

Must read

প্রতিবেদন : বাংলা ভাগ নিয়ে ফের বিজেপির দ্বিচারিতা। নির্বাচনের আগে বাংলা ভাগ নয় বলে দাবি করেছিলেন রাজ্য বিজেপি নেতারা। কিন্তু সেই বিজেপিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের প্রথমদিনই বঙ্গভঙ্গের দাবি তুলল। যার জেরে ফের বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রীর বিএসএফ সংক্রান্ত সরকারি কর্মসূচি যেমন ‘বিজেপি পার্টির অ্যাজেন্ডা’ হয়ে উঠল, ঠিক একইভাবে উত্তরবঙ্গ নিয়ে ফের পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপি বিধায়ক। খোদ অমিত শাহের সভামঞ্চ থেকে ফের বঙ্গভঙ্গের দাবি তুললেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন।

আরও পড়ুন-সুন্দরবনের উন্নয়নে বিশ্বব্যাঙ্ক

শিলিগুড়িতে অমিত শাহের সভার আগেই সেই মঞ্চে দাঁড়িয়ে মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক বললেন, “কাশ্মীর থেকে যদি লাদাখ আলাদা হতে পারে, উত্তরপ্রদেশ থেকে যদি উত্তরাখণ্ড আলাদা হতে পারে, তাহলে বাংলা থেকে উত্তরবঙ্গ আলাদা ঘোষণা করে পৃথক রাজ্য করতে সমস্যা কোথায়? বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চয়ই বিবেচনা করবেন।” শাহের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি বিধায়কের এমন মন্তব্যের পর ফের বঙ্গভঙ্গ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বঙ্গ সফরের শুরুতেই শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে নিজের কপ্টারে সওয়ার করিয়ে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্ক তৈরি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার শাহের সভামঞ্চে দাঁড়িয়ে বঙ্গভঙ্গ প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রথমদিনই আরও বড় বিতর্ক তৈরি করলেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন

Latest article