ফের বিজেপির নোংরা চক্রান্ত, তোপ মহুয়ার

দলের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধে হেরে গিয়ে এজেন্সিকে দিয়ে টার্গেট করে তৃণমূল নেতৃত্বকে হেনস্তা করতে চাইছে বিজেপি।

Must read

প্রতিবেদন : পরিকল্পিত ষড়যন্ত্র ও চিত্রনাট্য অনুযায়ী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কুৎসিত ও নোংরা রাজনীতিতে নেমে পড়ল বিজেপি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে নতুন করে শুরু হল চক্রান্ত। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েই এই মহুয়ার বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু করে দিল তারা। বিজেপি মহল থেকে বলা হচ্ছে, মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-ভিন রাজ্যের ভোটে বাংলার স্কিম নকল

শনিবার সন্ধ্যায় মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, না লোকপাল কোনও সুপারিশ করেছে, না সিবিআইয়ের তরফে সরকারিভাবে কিছু বলা হয়েছে। আসলে বিজেপি চক্রান্ত করে সূত্র মারফত বলে ‘সিবিআই তদন্তের খবর’ সাংবাদিক মহলে ছড়িয়ে দিয়েছে। এরপরই মহুয়ার তোপ, আশা করি ১৩ হাজার কোটি টাকার আদানির কোল কেলেঙ্কারি সিবিআইয়ের কাছে তদন্তে অগ্রাধিকার পাবে। যদিও সরকারিভাবে এই ঘটনার সত্যতা জানা যায়নি।

আরও পড়ুন-ব্যর্থ কেন্দ্র উদ্ধার বিশ বাঁও জলে

দলের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধে হেরে গিয়ে এজেন্সিকে দিয়ে টার্গেট করে তৃণমূল নেতৃত্বকে হেনস্তা করতে চাইছে বিজেপি। যা আসলে রাজনৈতিক দৈন্যরই নামান্তর। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এর আগেও বিজেপি বাংলায় তৃণমূলের বিরুদ্ধে এ-ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র করেছে। কিন্তু সফল হয়নি। এবারও সফল হবে না। আসলে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে না পেরে বিজেপি তৃণমূলের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু এভাবে তৃণমূলকে দমানো যাবে না।

Latest article