শান্তিপুরে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি

Must read

সংবাদদাতা, শান্তিপুর : উপনির্বাচন ঘোষণা হতেই শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা ভোটপ্রক্রিয়া শুরু করে দিয়েছেন। অথচ বিজেপি প্রার্থীই খুঁজে পাচ্ছে না। হারের ভয়ে কেউই তাদের হয়ে লড়াইয়ের ময়দানে নামতে চাইছে না। মহাসঙ্কটে গেরুয়া শিবির, ভোটপ্রচারে ব্যাকফুটে। এখানে রেকর্ড ভোটে জিতবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। বুধবার হরিপুর, গয়েশপুর, বাগআঁচড়া এলাকায় কর্মী বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর, শহর সভাপতি বৃন্দাবন প্রামাণিক, ব্লক সভাপতি নিমাই বিশ্বাস, নদিয়ার সভাধিপতি রিক্তা কুণ্ডুরা।

আরও পড়ুন-ডিভিসির ছাড়া জলে, জলভাসি হবে হাওড়া

বৃন্দাবন প্রামাণিক বলেন, শান্তিপুরে ভোটে জিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ১৫ দিনের মাথায় বিধায়ক পদে ইস্তফা দেন। সাংসদ হয়ে কথা দেন কেন্দ্রের টাকা নিয়ে এসে নদীভাঙন রুখবেন, কিন্তু সংসদে এ নিয়ে একটি কথাও বলেননি তিনি। ১৬ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং বেলঘরিয়া ১, বেলঘরিয়া ২, হরিপুর ও গয়েশপুর ভাঙনের কবলে। সাংসদের মিথ্যে প্রতিশ্রুতির জবাব দিতে ক্ষোভে ফুঁসছে মানুষ। রত্না ঘোষ বলেন, রেকর্ড ভোটে জিতবেন আমাদের প্রার্থী। মুখ্যমন্ত্রীর উন্নয়ন ও নানা প্রকল্পে উপকৃত মানুষ তৈরি হয়েই আছেন। বিজেপির লোকজন দলের ভাঙনে দিশেহারা। মোহভঙ্গ হওয়ায় দলে দলে চলে আসছেন তৃণমূল কংগ্রেসে।

Latest article