ডিভিসির ছাড়া জলে, জলভাসি হবে হাওড়া

Must read

সংবাদদাতা, হাওড়া: ডিভিসির আচমকা ছাড়া জলে ফের জলভাসি হতে চলেছে উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ অঞ্চল। বৃহস্পতিবার সকালে ডিভিসি থেকে দফায় দফায় ২ লাখ ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল শুক্রবার দুপুরে বিস্তীর্ণ এলাকাকে জলভাসি করবে। জল ছাড়ার খবর পেয়েই জোরকদমে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। জেলাশাসক মুক্তা আর্য ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিধায়ক সমীর পাঁজাও ছিলেন।

আরও পড়ুন-অশান্তি সৃষ্টির চেষ্টা সত্ত্বেও সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট নির্বিঘ্নে

সেচ আধিকারিকরা দামোদরের বাঁধের ওপর নজর রাখছেন। কোথাও ফাটল আছে কিনা পরীক্ষা করছেন। সেচ দফতরের কর্মী ও আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। নদীতীরবর্তী মানুষদের প্রশাসন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। মাইকে প্রচার চলছে। একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর পর্যাপ্ত পানীয় জলের প্যাকেট ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। মন্ত্রী পুলক রায়

আরও পড়ুন-জলমগ্ন বাঁকুড়ায় বিস্তীর্ণ অঞ্চল, যোগাযোগ বিচ্ছিন্ন

জেলাশাসক, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা ও আমতার বিধায়ক সুকান্ত পালের সঙ্গে কথা বলে পরিস্থিতির বিষয়ে খোঁজ নিচ্ছেন। আমতার বিধায়ক সুকান্ত পাল দুপুরে স্থানীয় বিডিও অফিসে বৈঠক করেন। মন্ত্রী পুলক রায় বলেন ‘যেভাবে ডিভিসি জল ছেড়েছে তাতে উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা শুক্রবারের মধ্যে জলভাসি হবে। তবে আমরা তৈরি পরিস্থিতির মোকাবিলায়।’

Latest article