অশান্তি সৃষ্টির চেষ্টা সত্ত্বেও সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট নির্বিঘ্নে

Must read

সংবাদদাতা, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর: বিরোধী দলগুলো ভোটের দিন অশান্তি সৃষ্টির চেষ্টার কসুর ছিল না। তা সত্ত্বেও সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর, দু জায়গাতেই ভোটগ্রহণ পর্ব মিটল শান্তিতেই। ভোটের আগেরদিন রাত থেকেই উত্তপ্ত সামশেরগঞ্জের ঘনশ্যামপুর। তৃণমূল কংগ্রেসকর্মীর বাড়িতে বোমা-পিস্তল হাতে হামলার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাত শিবির।
তৃণমূল কংগ্রেসের দাবি, বুধবার রাত আড়াইটে নাগাদ ঘনশ্যামপুরে তাঁদের এক কর্মীর বাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয়। বাড়ি ভাঙচুরও করে তারা। করে ব্যাপক বোমাবাজি। শাসক শিবিরের দাবি, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের মদতেই ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। জইদুরের বিরুদ্ধে সামশেরগঞ্জ থানায় এফআইআর করা হয়েছে। এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন-জলমগ্ন বাঁকুড়ায় বিস্তীর্ণ অঞ্চল, যোগাযোগ বিচ্ছিন্ন

মাস্ক দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর জইদুরের বিরুদ্ধে। মহব্বতপুরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই বৃহস্পতিবার ভোট। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। বিজেপি প্রার্থী মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান এবং সিপিএম প্রার্থী মোদাসসর রহমান। অশান্তি রুখতে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তা ছিল আঁটসাঁট। মোতায়েন ছিল ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার জঙ্গিপুরে ৬৮.১৭ শতাংশ এবং সামশেরগঞ্জে ৭২.৭৫ শতাংশ।

Latest article