নন্দীগ্রামে শহিদ তর্পণ মঞ্চে রাতের অন্ধকারে আগুন লাগালো বিজেপির গুন্ডারা

Must read

রাতের অন্ধকারে নন্দীগ্রামে শহিদ তর্পণ (Shahid Tarpan Mancha- BJP) মঞ্চে আগুন লাগালো বিজেপির গুন্ডারা। রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই আগুন লাগানো হয়েছে। স্থানীয় তৃণমুল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। জরুরি ভিত্তিতে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নন্দীগ্রাম যাচ্ছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ও মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

শহিদ তর্পণের মঞ্চে (Shahid Tarpan Mancha- BJP) আগুন লাগানোকে কেন্দ্র করে ধিক্কার জানিয়ে শুক্রবার সকাল থেকেই তৃণমূলের তরফে নন্দীগ্রামে শুরু হয়েছে আন্দোলন।দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে তৃণমূল কর্মী-সমর্থকরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-বাম আমলের পাপ ঘোচাল কোর্ট, চাকরি ১৬৩২ জনের

বৃহস্পতিবার দিনভর শহিদ দিবস পালন নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর চলছিল। সকাল হতেই দেখা যায়, গোকুলনগরে তৃণমূলের তরফে যে শহিদ উদযাপন মঞ্চ তৈরি হয়েছিল, তার একটি অংশ পুড়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই উত্তেজনার পারদ চরমে ওঠে। বিজেপি কর্মীরাই রাতের অন্ধকারে শহিদ মঞ্চে আগুন লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এমনকি রাতে স্থানীয় তৃণমূল কর্মী গোপাল গায়েনকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সারদিন নন্দীগ্রাম শহিদ দিবস নিয়ে রাজনীতির চেষ্টা করেছিল বিজেপি। তাতে কোনও দাগ কাটতে না পেরে রাতের অন্ধকারে তৃণমূলের তৈরি মঞ্চ পোড়ানো হয়েছে ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে তেখালি-নন্দীগ্রাম সড়ক যৌথভাবে অবরোধ করছে নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এবং তৃণমূল।

Latest article