প্রতিবেদন : কথায় বলে ভাঙবে, তবু মচকাবে না। বিজেপির দশা তেমনই হয়েছে। দিল্লি পুরসভা নির্বাচনে আম আদমি পার্টির কাছে দুরমুশ হয়েছে বিজেপি। কিন্তু তার পরেও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য জানিয়েছিলেন, বিজেপি মেয়র পদে লড়বে। মেয়র পদে ভোটাভুটিতে অঘটন ঘটবে বলেও দাবি করেছিলেন তিনি।
আরও পড়ুন-সরকারি ব্যর্থতার কারণেই মানুষ আদালতে আসেন
মালব্যের ওই মন্তব্যের পর রাজনৈতিক মহল মনে করেছিল, বিজেপি ফের টাকা ছড়িয়ে আপের জয়ী কাউন্সিলরদের কিনতে মাঠে নামছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা বোধহয় সফল হয়নি। তাই মেয়র নির্বাচন নিয়ে পিছু হটল বিজেপি। দিল্লি পুরনিগমের নির্বাচনে ভরাডুবির পর শুক্রবার দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা বলেছেন, পুরসভার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পরবর্তী মেয়র হবেন আম আদমি পার্টির কোনও কাউন্সিলর। পুরসভায় বিজেপি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। তবে তাঁর দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। নতুন পুর কর্তৃপক্ষের কাজের উপর কড়া নজরদারি চালাবে বিজেপি।