প্রেমের টানে রাশিয়া থেকে বরমাল্য হাতে মুর্শিদাবাদে

বিয়ে শেষে আলেকজান্দ্রা জানান, ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতি মেনে বিয়ে করতে পেরে খুবই খুশি। মন থেকে সমস্ত আচার পালন করেছি

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: ভালবাসার টানে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে রাজকন্যা এলেন রাজপুত্রের ঘরে। সুদূর রাশিয়া থেকে মুর্শিদাবাদের কান্দি। আলেকজান্দ্রা ইভানোভা গাঁটছড়া বাঁধলেন ছাতিনাকান্দির তাঁতিপাড়ার সহস্রাংশু সিংহের সঙ্গে। লাল বেনারসি পরে সমস্ত হিন্দু রীতি মেনে বৃহস্পতিবার চার হাত এক হল।

আরও পড়ুন-দিল্লির মেয়র পদে না লড়ার সিদ্ধান্ত বিজেপির

রাশিয়ান সাইবেরিয়ান রেলে অর্থনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন ইভানোভা। চাকরি ছেড়ে প্রেমের টানে ছুটে এসেছেন সহস্রাংশুর কাছে। বর্তমানে ভিনরাজ্যে এক বেসরকারি সংস্থার কর্ণধার। অক্সফোর্ডে পড়াশোনার সময়ে ২০১৬-য় মস্কোয় আলেকজান্দ্রার সঙ্গে পরিচয়। তারপর প্রেম। প্রেমের পরিণতি নিয়ে ছিল সংশয়। কারণ পাত্রপাত্রীর পরিবার, শিক্ষা ও সংস্কৃতির মধ্যে বিশাল ফারাক। কিন্তু সব প্রতিবন্ধকতা তুচ্ছ করে মুর্শিদাবাদে এসে বাঙালি যুবককে বিয়ে করলেন রুশকন্যা। মেম বউকে দেখার জন্য নিমন্ত্রিতদের মধ্যে উৎসাহ কিছু কম ছিল না। নবদম্পতিকে আশীর্বাদ করতে ছিলেন আলেকজান্দ্রার মা মারিনা অ্যানোথিনা। মালাবদল, শুভদৃষ্টি, কন্যা সম্প্রদান থেকে সিঁদুরদান সবই হয়েছে হিন্দু রীতি মেনে। এমনকী বৃহস্পতিবার সারাদিন উপবাস করেন কনে। বিয়ে শেষে আলেকজান্দ্রা জানান, ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতি মেনে বিয়ে করতে পেরে খুবই খুশি। মন থেকে সমস্ত আচার পালন করেছি।

Latest article