‘পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ’ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

মাননীয়া মুখ্যমন্ত্রী অনুরোধ করেন রাস্তা অবরোধ না করার জন্য এবং কাল সাঁকরাইল প্রশাসনের তরফ থেকে জাতীয় সড়কে ১৪৪ ধারা করা হয়।

Must read

নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য আন্তর্জাতিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত ইসলাম ধর্মের মানুষেরা তাদের ভাবাবেগে আঘাত পেয়েছে মনে করেন তাই তার বিরুদ্ধে ১৬ নংজাতীয় সড়ক অবরোধ করলেন রানিহাটিতে । গতকাল বিভিন্ন জায়গায় এই রাস্তা অবরোধ দীর্ঘক্ষন চলার জন্য সমস্যায় পড়েন সকল যাত্রীরা। বাংলায় কোনো রকম হিংসাত্মক ঘটনা ও দাঙ্গা লাগানোর চেষ্টা করা হলে তা বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই টুইটের মধ্য দিয়ে তিনি বলেন, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাপ করল বিজেপি আর কষ্ট করবে জনগণ? তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসব অশান্তির পিছনে যে রাজনৈতিক মদত রয়েছে তাও স্পষ্ট ভাষায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-খুলল জাপান

পয়গম্বর মহম্মদের-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের আঁচ এসে পড়েছে বাংলাতেও। শুক্রবার এ নিয়ে হাওড়ায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। অবরোধও করেন তাঁরা। এমনকি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খুণ্ডযুদ্ধও বাধে। ইতিমধ্যে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার পর্যন্ত জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ইতিমধ্যে জনজীবন অবরুদ্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি গাড়িতে আগুন লাগানো এবং বিজেপির কার্যালয়েও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই হাওড়া পাঁচলা সহ বিভিন্ন জায়গায় ১৫ জুন পর্যম্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। কোনো রকম কোনো শান্তি বাধানোর চেষ্টা হলে প্রশাসন কঠোরভাবে তা দমন করবে। কাউকে রেয়াত করা হবে না কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন-শিক্ষিকা থেকে আইসিস জঙ্গি, ২০ বছরের জেল অ্যালিসনের

এ নিয়ে এবার নাম না কর বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নেটমাধ্যমে লিখেছেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’

 

Latest article