প্রতিবেদন : এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) অনুসরণ করেছে বিজেপি (BJP in Goa)। এবার বিজেপি (BJP in Goa) সরাসরি টুকলির রাস্তায় হাঁটল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা অত্যন্ত জনপ্রিয় সফল প্রকল্প দুয়ারে সরকার টুকলি করল গোয়ার বিজেপি সরকার (BJP Government Goa)।
আরও পড়ুন-Burnt Body of Bihar Journalist: বিহারে পুড়িয়ে মারা হল সাংবাদিককে
১৪ নভেম্বর থেকে গোয়া সরকার বিজ্ঞাপন দিয়ে দুয়ারে সরকার প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প বাংলায় (West Bengal) সফলভাবে প্রথম দফায় রূপায়িত হওয়ার পর চলতি মাসের ১৬ নভেম্বর থেকে একমাসের জন্য দ্বিতীয় দফার ক্যাম্প চালু হচ্ছে। প্রথম দফায় বাংলার (West Bengal) কয়েক কোটি মানুষ এই প্রকল্পে উপকৃত হয়েছেন। এবার সংখ্যাটা আরও অনেক বাড়বে। বাংলায় (West Bengal) দুয়ারে সরকার (Duare Sarkar Project) প্রকল্পের ব্যাপক সাফল্যের পর প্রমোদ সাওয়ান্তের (Pramad Sawant) সরকার, যারা গত সাড়ে চার বছরে গোয়ার (Goa) মানুষের জন্য কার্যত কোনও কাজই করেনি, তারা বাংলার (West Bengal) প্রকল্প স্রেফ টুকলি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রুখতে চাইছে গোয়ায় (Goa)।
আরও পড়ুন-TMC in Tripura: রাতভর ধরনায় জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস
গত সাড়ে চার বছরে গোয়ায় বিজেপির (BJP) সরকার গোয়াবাসীর জন্য কোনও উন্নয়নই করেনি। গোয়ার (Goa) ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, মৎস্যজীবী, ট্যাক্সিচালক, পর্যটনের সঙ্গে জড়িত মানুষদের অবস্থা শোচনীয়। কর্মসংস্থান নেই। গোয়ার (Goa) যুবক-যুবতীরা চাকরি না পেয়ে রাজ্য ছেড়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার প্রকল্প টুকলি করে গোয়াবাসীর মন জিততে চাইছে বিজেপি। কিন্তু টুকলি ধরা পড়ে যাওয়ায় এখন মুখ লুকানোর জায়গা নেই গোয়ার (Goa) বিজেপি (BJP) নেতাদের।
আরও পড়ুন-Kolkata Municipal Corporation: বেআইনি নির্মাণ জরিমানায় নজির