Sudan: শাসনের বিরুদ্ধে

Must read

সুদানে (Sudan) সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত পাঁচজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। রাজধানী খার্তুম (Khartoum) ও উম্মু দুরমান (Omdurman) শহরে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-BJP in Goa: টুকলিবাজ বিজেপি, বাংলার দুয়ারে সরকার প্রকল্প নকল গোয়ায়

গত মাসে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয় হাজার হাজার মানুষ। নিরাপত্তা বাহিনী সেখানে সরাসরি গুলি চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এতেই মারা যান ৫ জন। সুদানের (Sudan) এক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রাজধানী খার্তুমে বন্দুকের গুলিতে চারজন এবং কাঁদানে গ্যাসে একজন নিহত হয়েছেন। ওমদুরমান শহরে বিক্ষোভকারীদের কড়া হাতে দমন করে পুলিশ। পুলিশি অত্যাচারে অনেকেই আহত হয়েছেন।

Latest article