Sabrimala Temple: আজ থেকে খুলছে শবরীমালা মন্দির

আজ থেকে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে কেরলের শবরীমালা মন্দির।

Must read

প্রতিবেদন : আজ থেকে দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে কেরলের শবরীমালা মন্দির। ভগবান আয়াপ্পাকে দেখতে প্রতি বছরই শীতের মরশুমে সবথেকে বেশি ভিড় হয়। প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ দর্শনার্থী আসেন এখানে। ভক্ত-দর্শনার্থীদের কথা মাথায় রেখে খোলা হচ্ছে শবরীমালা মন্দির।

আরও পড়ুন-Sudan: শাসনের বিরুদ্ধে

কেরলে এই মন্দির মান্দালয়-মাকারাভিলাক্কু নামে পরিচিত। শবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার পুজো হয়। পুরাণ অনুযায়ী, এই আয়াপ্পা হলেন শিব ও মোহিনীর পুত্র। মোহিনীকে মনে করা হয় ভগবান বিষ্ণুর নারীরূপ। করোনা পরিস্থিতিতে খোলা হলেও মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু নিয়ম ও নিষেধাজ্ঞা জারি করেছে।

তীর্থযাত্রীদের অবশ্যই কোভিড বিধি মানতে হবে। দর্শনার্থীদের কোভিড ১৯ নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে যা ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না।

Latest article