নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : নিয়মমাফিক পরিদর্শনের নাম করে দু’দিন অন্তর বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। এখন যেমন স্কুলের শিশুদের জন্য দেওয়া মিড ডে মিলের হাল-হকিকত খতিয়ে দেখতে বাংলায় কেন্দ্রীয় দল এসেছে। কিন্তু এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রীর স্বীকারোক্তিতেই স্পষ্ট হয়ে গেল এর পিছনে পুরোটাই বিজেপির রাজনীতি। অবিজেপি রাজ্যে রাজনৈতিক তাগিদে বিজেপি নেতাদের ইচ্ছেপূরণ করতেই আসছে কেন্দ্রের পর্যবেক্ষক দল।
আরও পড়ুন-কেজরিকে হুমকি
দিল্লির শাস্ত্রী ভবনে কেন্দ্রীয় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী তথা বাংলার সাংসদ ডাঃ সুভাষ সরকার স্বীকার করে নিলেন মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দল এসেছে শুধু বাংলাতেই। অভিযোগ থাকলেও অন্য কোনও রাজ্যে যায়নি। মন্ত্রীর সাফাই, অভিযোগ পাওয়া গিয়েছে বলে কেন্দ্রীয় দল এসেছে। অথচ কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের সম্পূর্ণ বিপরীত তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্টে। ওই রিপোর্ট অনুযায়ী, মিড ডে মিলে খাদ্যে বিষক্রিয়াজনিত ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বিজেপিশাসিত রাজ্য কর্নাটকে (১,৫২৪)।
এছাড়া এরকম অব্যবস্থার নিরিখে উপরের দিকে রয়েছে ওড়িশা (১,৩২৭), তেলেঙ্গানা (১,০৯২), বিহার (৯৫৫) এবং অন্ধ্র (৭৯৪)। অথচ এই রাজ্যগুলিকে বাদ দিয়ে স্কুলে মিড ডে মিলে খাবারের গুণগত মান পরিদর্শনের জন্য কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে শুধুমাত্র বাংলাতেই। শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী নিজের মুখেই তা স্বীকার করে নিয়েছেন। এতে তৃণমূল কংগ্রেসের তোলা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগই মান্যতা পেল। বোঝাই যাচ্ছে, বাংলার বিজেপি নেতারা চাইছেন কেন্দ্রীয় দল পাঠিয়ে রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করতে এবং রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখতে। তাই খোদ ক্যাগের রিপোর্টে অনিয়মের প্রশ্নে শীর্ষস্থানে থাকা বিজেপি শাসিত রাজ্যকে বাদ দিয়ে বাংলায় বিজেপির রাজনৈতিক যন্ত্র হয়ে কাজ করতে আসছে কেন্দ্রীয় দল।