প্রতিবেদন : ইডি অভিযানের নেপথ্যে বিজেপির পূর্বপরিকল্পিত চক্রান্ত যে দিনের আলোর মতোই স্পষ্ট, শুক্রবার তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপিকে এক হাত নিয়ে তাঁর মন্তব্য, আবার ইডির তল্লাশি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। পুরো ঘটনাটাই ঘটেছে বিজেপির অঙ্গুলিহেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের বাড়িতে রেইড হচ্ছে। তৃণমূল মুখপাত্রের যুক্তি, পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে (Central agencies) দিয়ে অভিযানের নামে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চালাচ্ছেন মানুষের মনে। বিজেপি নিজেদের অক্ষমতা এবং দুর্বলতা ঢাকতেই যে এই পথ নিয়েছে, জনসমক্ষে তাও যুক্তি দিয়ে তুলে ধরেছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার দমদম ও বসিরহাটে সুজিত বসুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাপস রায় তৃণমূলের রাজ্যস্তরের তো বটেই, উত্তর ২৪ পরগনাতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে। সেই কারণেই দু’জনকে টার্গেট করেছে বিজেপি। যাতে ব্যস্ত রাখা যায় তাঁদের। তৃণমূল মুখপাত্রের কথায়, আসলে রাজনৈতিকভাবে লড়তে না পেরে কখনও সিবিআই, কখনও ইডি আবার কখনও বা এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে (Central agencies) ব্যবহার করছে বিজেপি। প্রাসঙ্গিকভাবেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তুলেছেন সেই যুক্তিসঙ্গত প্রশ্ন, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন তল্লাশি চালানো হচ্ছে না গদ্দারের বাড়িতে? সারদা-নারদায় গদ্দার যে অভিযুক্ত তা আবারও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তাঁর অভিযোগ, তৃণমূল নেতাদের বাড়িতে রেইডে গিয়ে অভব্য ব্যবহার করছে ইডি।
আরও পড়ুন-রাজনৈতিক মন্তব্য করার জায়গা নয় স্বামীজির বাড়ি, বার্তা অভিষেকের, গেলেন তপসিয়ায়
একনজরে
* সুজিত বসুকে দমদম এবং বসিরহাটের দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। তাই তাঁকে ব্যস্ত রাখার চক্রান্ত
* তাপস রায় রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ নেতা এবং উত্তর ২৪ পরগনাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁকে টার্গেট করা হচ্ছে
* বিজেপি মাঠ ফাঁকা করতে চাইছে। কিন্তু ওরা মূর্খের স্বর্গে বাস করছে
* কাঁথি পুরসভার দুর্নীতির ব্যাপারে চোখ বুজে কেন কেন্দ্রীয় এজেন্সি? কেন গদ্দারকে গ্রেফতার করা হচ্ছে না
* আসলে রাজ্য বিজেপি লিস্ট পাঠাচ্ছে দিল্লিকে। সেই লিস্ট তুলে দেওয়া হচ্ছে ইডির হাতে