৮ বছর আগে ২৯ জনকে নিয়ে নিখোঁজ হয়েছিল বায়ুসেনার বিমান, অবশেষে উদ্ধার ধ্বংসাবশেষ

Must read

২০১৬ সালে ২৯ জনকে নিয়ে নিখোঁজ হয়েছিল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান (An-32 aircraft)। জানা গিয়েছিল, চেন্নাইয়ের উপকূলের কাছে বঙ্গোপসাগরে ওই বিমান ভেঙে পড়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার ধ্বংসাবশেষ তখন মেলেনি। ৮ বছর পর চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে অবশেষে বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল।

আরও পড়ুন- ভোটের জন্যে ক্যাডারের মতো এজেন্সিকে নামাচ্ছে বিজেপি

৮ বছর আগে ২০১৬ সালের ২২ জুলাই চেন্নাইয়ের তাম্বারান এয়ারবেজ থেকে সকাল সাড়ে ৮টায় উড়েছিল বায়ুসেনার এএন-৩২ বিমানটি। ওই বিমানটিতে ছিলেন ২৯ জন। সকাল ১১টা ৪৫ নাগাদ পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। কিন্তু বিমানটি ওড়ার ১৬ মিনিট পর পাইলটের শেষ বার্তা ছিল ‘সব ঠিক আছে’। কিন্তু ২৩ হাজার ফুট উচ্চতায় ওঠার পর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। অবশেষে আট বছর পর মিলল ওই বিমানের ধ্বংসাবশেষ।

কীভাবে এই বায়ুসেনার বিমানের খোঁজ মিলল?
বায়ুসেনার এএন-৩২ (An-32 aircraft) বিমানটি খুঁজতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি একটি ‘অটোনোমাস ইউটিলিটি ভেহিকল’ তৈরি করে। এই যন্ত্রটি সমুদ্রের ৩হাজার ৪০০ মিটার গভীরে ‘মাল্টি-বিম সোনার’ এবং ‘সিন্থেটিক অ্যাপার্চার সোনার’ এবং হাই রেজ়োলিউশন-এর ছবির মাধ্যমে খোঁজাখুঁজি করছিল। তখনই চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় এইউভি যন্ত্রটির ছবিগুলি দেখে বোঝা যায় ৮ বছর আগে নিখোঁজ হয়ে বিমান এটি। তা ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি জানিয়েছে, যে জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, আগে কখনও ওই জায়গায় কোনও বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেনি। তাদের বিশ্বাস, ধ্বংসাবশেষটি বায়ুসেনার এএন-৩২ বিমানেরই।

Latest article