২৬ বছর পর মাকে খুঁজে পেলেন বার্সেলোনার প্রিয়া

জন্মের ২৬ বছর পর কলকাতার এক বদ্ধ গলিতে জন্মদাত্রী মাকে খুঁজে পেলেন স্প্যানিশ কন্যা প্রিয়া ইরেন ক্যাবালেরো লোপেজ।

Must read

প্রতিবেদন : জন্মের ২৬ বছর পর কলকাতার এক বদ্ধ গলিতে জন্মদাত্রী মাকে খুঁজে পেলেন স্প্যানিশ কন্যা প্রিয়া ইরেন ক্যাবালেরো লোপেজ। ২৬ বছর আগে সদ্যোজাত প্রিয়াকে দত্তক নিয়ে বার্সেলোনায় চলে যান স্পেনের দম্পতি জেভিয়ার ও কারমেন। ছোটবেলাতেই মেয়েকে তাঁর কলকাতা নিবাসী জন্মদাত্রী মায়ের কথা জানিয়ে দেন তাঁরা। তারপর বছর দশেক আগে থেকেই জন্মদাত্রী মায়ের খোঁজ শুরু করেন প্রিয়া। বছর কয়েক আগে মায়ের খোঁজে একবার কলকাতায় এসেও ফিরে যেতে হয় তাঁকে।

আরও পড়ুন-টার্গেট এবার ২ লক্ষের ব্যবধান, মনোনয়নপত্র জমা দিয়ে দাবি কল্যাণের

চলতি বছরের জানুয়ারিতেও শহরে এসে অলি-গলি তন্ন তন্ন করেও খুঁজে পাননি গর্ভধারিণী মাকে। তারপরেই ফেব্রুয়ারি মাসে প্রিয়ার প্রতিনিধি হিসেবে মহারাষ্ট্রের সমাজকর্মী অঞ্জলি পওয়ার ও অরুণ ডোল মিলে খুঁজে বের করেন এক মহিলাকে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে মনে হয়েছিল, তিনিই বুঝি স্পেনের বার্সেলোনার মেয়ে প্রিয়া ইরেন ক্যাবালেরো লোপেজ-এর জন্মদাত্রী মা। আমেরিকার এক ল্যাবরেটরিতে মিলে যায় ওই মহিলা ও প্রিয়ার ডিএনএ-এর নমুনা। মোবাইলে সেই খবর পেয়েই ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন প্রিয়া। তারপর বার্সেলোনা থেকে ফের আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায় হাজির হয়ে আটপৌরে বাঙালি গর্ভধারিণী কবিতা সরকারের সঙ্গে দেখা করলেন প্রিয়া। বৃহস্পতিবার কালিকাপুর পূর্বপল্লিতে কবিতার ঘরে পৌঁছে জন্মদাত্রী মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। চোখের জল বাঁধ মানেনি কবিতারও। নিম্নবিত্ত পরিবারের কবিতা চোখের জলে ভেসে জানান, স্বপ্নেও তো ভাবিনি, ওকে দেখতে পাব! শুধু প্রার্থনা করে গিয়েছি। যদি একদিন একবারের জন্য চোখের দেখা দেখতে পাই।

Latest article