গেরুয়া রং নিয়ে বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে

গেরুয়া রং নিয়ে বিজেপি মুখপাত্রের ট্যুইটের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

Must read

প্রতিবেদন : গেরুয়া রং নিয়ে বিজেপি মুখপাত্রের ট্যুইটের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। গেরুয়া রঙের সঙ্গে বিশিষ্ট গায়ক অরিজিৎ সিংকে জড়িয়ে অমিত মালব্য যে মন্তব্য করেছেন শুক্রবার তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক।

আরও পড়ুন-রানাঘাটে অভিষেকের সভা ঘিরে মানুষের প্রবল উম্নাদনা

এক বিবৃতিতে সুখেন্দুশেখর রায় বলেছেন, আমাদের জাতীয় পতাকার শীর্ষে রয়েছে এই গেরুয়া, যা শৌর্য, আত্মোৎসর্গ এবং আত্মত্যাগের প্রতীক। মাতৃভূমির জন্য কোনও বিজেপি নেতা কিন্তু কখনও কোনওকিছু উৎসর্গ করেননি। শুধুই জাতীয় সম্পদ বেচে দিয়েছেন ঘনিষ্ঠ পুঁজিবাদীদের কাছে। তাঁদের সাহস বলতে শুধুই রাজনৈতিক দলকে ঘোড়া কেনাবেচার প্ল্যাটফর্মে পরিণত করে সাংসদ-বিধায়ক কেনাবেচা। বিচারবিভাগীয় এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে জনকল্যাণমূলক পবিত্র কর্তব্য পালনে নিরুৎসাহিত করছে, বাধা দিচ্ছে বিজেপি। সুখেন্দুশেখরের কথায়, জাতীয় পতাকার প্রকৃত গেরুয়ার মতোই সমগ্র জাতিকে আলিঙ্গনের জন্য প্রার্থনা জানিয়েছেন অরিজিৎ।

Latest article