দুই চ্যানেলে নতুন দুই

গোটা ২০২২-এ মোট ক’টা ধারাবাহিক শুরু হয়েছে তার চেয়েও আলোচনা বেশি হচ্ছে, ক’টা ধারাবাহিক বন্ধ হয়েছে! বছর পার না-করা ধারাবাহিকের সংখ্যা এক-আধটা নয়, একাধিক। প্রথম দুই স্থানাধিকারী চ্যানেলের মারকাটারি প্রতিযোগিতা এমন মাত্রায় পৌঁছেছে যে তাতে ছোটপর্দায় বিনোদন ও ব্যবসা দুইই প্রভাবিত হচ্ছে। এরই মধ্যে প্রায় বছর-শেষে দুই চ্যানেলে ফের শুরু হল দুই নতুন ধারাবাহিক। জানাচ্ছেন প্রীতিকণা পালরায়

Must read

তোমার খোলা হাওয়া

এই সোমবার অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’। শশী-সুমিত প্রোডাকশনস-এর প্রযোজনায় ও বাবু বণিকের পরিচালনায় এই ধারাবাহিক অসম প্রেমের গল্প বলবে। ইদানীং বয়সের ব্যবধানে বিয়ে কিংবা প্রেম নিয়ে আরও কয়েকটি ধারাবাহিক অন্য চ্যানেলগুলিতে চললেও ‘তোমার খোলা হাওয়া’ স্বতন্ত্র একটি বিশেষ কারণে। নায়ক ও নায়িকাকে নিয়ে গল্প বাঁধলেও ছোটপর্দায় নায়িকাদের দাপট একচেটিয়া আর সেই নায়িকাকে কত ‘ইউনিক’ ভাবে প্রেজেন্ট করা যায় দর্শকদের সামনে তা নিয়ে গবেষণা করতে কালঘাম ছোটে নির্মাতাদের। এই ধারাবাহিক এখানেই স্বতন্ত্র কারণ এই শো-এর নায়িকা একজন ‘ভেন্ট্রিলোকুইস্ট’। নন-ফিকশন শো-তে দর্শক ভেন্ট্রিলোকুইস্টদের পারফরমেন্স দেখলেও ধারাবাহিকে, তা-ও আবার মুখ্য চরিত্রের পেশা হিসেবে দেখাটা একেবারেই নতুন। এই কঠিন কাজটাই করে দেখাচ্ছেন ‘তোমার খোলা হাওয়া’র নির্মাতারা। আর যিনি প্রতিদিন এই বিশেষ শিল্পটিকে হাজির করছেন নিজ দক্ষতায় তিনি শিল্পী স্বস্তিকা দত্ত। বেশ কিছুদিন বাদে ছোটপর্দার কাজে ফিরেছেন তিনি। স্বস্তিকার জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে তবে এবার প্রোমো সম্প্রচারিত হওয়ার সময় থেকেই স্বস্তিকার নতুন এই কর্মকাণ্ড নিয়ে দর্শকের উৎসাহ দারুণ পর্যায়ে। একই সঙ্গে যে-ক’টি পর্ব ইতিমধ্যে দেখেছেন সেখানে কাহিনির নতুনত্ব ও উপস্থাপনা তাঁদের টেনেছে। আশাবাদী সকলেই কারণ আগামী দিনে শুধু একজন ‘ভেন্ট্রিলোকুইস্ট’ হিসেবেই নয় স্বস্তিকাকে দেখা যাবে সম্ভবত বাংলা ধারাবাহিকের সবচেয়ে কম বয়সি শাশুড়ি হিসেবেও!

আরও পড়ুন-গেরুয়া রং নিয়ে বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে

গল্পটি ছোট করে বললেই বোঝা যাবে দর্শক টানার সবরকম মশলাই এতে ভরা আছে। ঝিলমিল (স্বস্তিকা) খোলামেলা, প্রাণোচ্ছল একটি মেয়ে। বনগাঁয় বাড়ি তার। সৎমা, ভাই-বোন ও বাবাকে নিয়ে তার সংসার। কিন্তু তার সবচেয়ে প্রিয় বন্ধু হল ‘টুনি’, যাকে নিয়ে ও খেলা দেখিয়ে বেড়ায় আর নিজের উপার্জনের টাকায় সংসারে সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে। তবে এসবের পাশাপাশি ঝিলমিলকে নিয়ে নাজেহাল বাড়ির সবাই কারণ শুধু মুখ নয়, তার হাত-পাও সমানে চলে, কোনও একটা কাজ সুষ্ঠুভাবে করা তার পক্ষে ভীষণই কঠিন ব্যাপার। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এই শব্দগুলো ভীষণ অচেনা তার কাছে। অন্যদিকে, আবির রায় অর্থাৎ এই ধারাবাহিকের নায়ক (শুভঙ্কর সাহা) সম্পূর্ণ বিপরীত স্বভাবের মানুষ। কঠিন নিয়ম ও শৃঙ্খলাতে শুধু নিজের নয় বাড়ির সব সদস্যের জীবন সে বেঁধে রাখে। এমনকী নিজের মায়ের কথাও সে এ-ব্যাপারে কানে তোলে না। দাদার মৃত্যুর পর আবির তার সন্তানদের মানুষ করেছে, বিয়ে দিয়েছে। সেই সঙ্গে ভেঙেছে তার নিজের প্রথম বিয়ে। খিটখিটে রুক্ষসুক্ষ একজন মানুষ আবির। নিয়ম মেনেই রোজকার গঙ্গা স্নানে গিয়ে একদিন মুখোমুখি হয় ঝিলমিল ও আবির, ঝিলমিল নষ্ট করে আবিরের গঙ্গাস্নান, মুখেমুখে তর্কও করে, ‘নিয়ম ভাঙায় আসল মজা’। আর এই দেখে আবিরের বউমারা বলে ওঠে, আমাদের শ্বশুর মশাইয়ের জন্য এরকমই একজন মেয়ে দরকার! এবার ধরেই নেওয়া যায়, আবিরের সঙ্গে অচিরেই বিয়ে হলে ঝিলিমিল হবে সবচেয়ে কম বয়সি শাশুড়ি। ‘তোমার খোলা হাওয়া’ দেখা যাচ্ছে, সোম থেকে শুক্র, রাত সাড়ে ন’টায়, জি বাংলায়।

আরও পড়ুন-তাঁতশিল্পীরা কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির শিকার, প্রতিবাদ

বাংলা মিডিয়াম

স্লটের লড়াই নেই কিন্তু একইদিনে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। সুশান্ত দাসের প্রযোজনায় এই ধারাবাহিক খুব কমন একটি সামাজিক ইস্যু নিয়ে গল্প বেঁধেছে। আধুনিকতার অন্যতম পরিচয় এখন ইংরেজিতে কথা বলা, ঝকঝকে আদব-কায়দা, স্টাইলিশ পোশাক-আশাক। অনেক সময় আড়ম্বড়ে আসল কাজ চাপা পড়ে যায় কিন্তু তাতে মাথা ঘামায় ক’জন?

বিশেষ করে ইংরেজি না বলতে পারলে মাথা কাটা যায় বাঙালির! ‘বাংলা মিডিয়াম’ এই সমসাময়িক ইস্যুকেই কাহিনির মোড়কে উপস্থাপনা করেছে। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে নীল ভট্টাচার্য ও তিয়াসা লেপচার জনপ্রিয় জুটিকে। সেই সঙ্গে এখানেও কামব্যাক করছে আর এক জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। তিনজনে যথাক্রমে অভিনয় করেছেন বিক্রম, ইন্দিরা ও সুহানার ভূমিকায়।

আরও পড়ুন-আজ নবান্নে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী

কাটোয়ার এক প্রত্যন্ত গ্রামের স্কুল, বঙ্গ বিনোদিনী বালিকা বিদ্যালয় থেকে পড়াশোনা করা ইন্দিরা গ্রামের স্কুলেই বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজ করে। এক সময় দুটো স্কুল থেকে বেটার চাকরির অফার পায় ইন্দিরা। একটি বাংলামাধ্যম স্কুলের অন্যটি কলকাতার একটি প্রথম শ্রেণির ইংরেজি মিডিয়াম স্কুল ফিউচার ড্রিমস থেকে। বাড়িতে সবাই বাংলামাধ্যম স্কুলের চাকরি নিতে বললেও স্বপ্ন পূরণের জন্যই কলকাতায় আসে ও। কিন্তু স্বপ্ন পূরণের শুরু থেকেই ধাক্কা। দিদি সুহানা ও বিক্রম একসঙ্গে স্কুলটি চালায়, ইন্টারভিউ দিতে গিয়েই বাংলা মিডিয়ামের ছাত্রী হওয়ার কারণে তাদের কাছে অপমানিত হতে হয় ইন্দিরাকে। যোগ্যতা প্রমাণের জন্য তাকে দেওয়া হয় একটা চ্যালেঞ্জ। ইন্দিরা চ্যালেঞ্জটা গ্রহণ করে। প্রথম চ্যালেঞ্জের বাধা পেরিয়ে কীভাবে সে তার স্বপ্ন পূরণ করবে কিংবা কীভাবে নিজস্ব পন্থায় পড়িয়ে মন জয় করবে ছাত্রছাত্রীদের তা নিয়েই এগোবে গল্প। ‘বাংলা মিডিয়াম’ দেখা যাচ্ছে সোম থেকে রবি, প্রতিদিন, রাত আটটায়, স্টার জলসায়।

আরও পড়ুন-আজ বিজয় দিবস: সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী- অভিষেক বন্দ্যোপাধ্যায়

কানঃ আগামী ২০ ডিসেম্বর থেকে একাডেমি অফ ফাইন আর্টস-এ শুরু হতে চলেছে ৩৯তম নান্দীকার জাতীয় নাট্যমেলা। সূচনা করবেন সোহিনী সেনগুপ্ত ও অম্বরীশ ভট্টাচার্য

 

Latest article