আজ নবান্নে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী

প্রশাসনিক সূত্রে খবর, সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পর্ষদের ভাইস চেয়ারম্যান।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে বাংলা সহ দেশের পূর্বাঞ্চলের চার রাজ্যকে নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠক বসছে শনিবার। নবান্ন সভাঘরে হাই প্রোফাইল ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বা তাঁর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন প্রতিবেশী ওই সব রাজ্যের একাধিক মন্ত্রী ও শীর্ষ অধিকারিকরা। অতিমারি পর্বের পর এই প্রথম এত বড় মাপের বৈঠক বসতে চলেছে নবান্নে। ফলে দীর্ঘদিন ধরেই জোরকদমে প্রস্তুতি চালিয়েছে রাজ্য প্রশাসন। বৈঠক উপলক্ষে আরও কঠোর করা হয়েছে সচিবালয় ও সংলগ্ন এলাকার নিরাপত্তা।

আরও পড়ুন-আসানসোল কাণ্ড: গ্রেফতার বিজেপি নেতা জিতেন ঘনিষ্ঠ ৫

প্রশাসনিক সূত্রে খবর, সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পর্ষদের ভাইস চেয়ারম্যান। তিনি থাকছেন বৈঠকে। থাকছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিহার থেকে থাকছেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশা থেকে আসছেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও চার রাজ্যেরই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব থাকছেন। এ রাজ্য থেকে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা ছাড়াও থাকছেন সেচসচিব প্রভাত মিশ্র। এই বৈঠককে কেন্দ্র করে শুক্রবার থেকেই নবান্ন সভাঘর ও নবান্ন ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব দু’জনে নবান্ন সভাঘরে গিয়ে নিরাপত্তা ও বৈঠকের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল। আন্তঃরাজ্য সীমান্তে পরিবহণ, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে যে কোনও সমস্যার সমাধান করা হয় এই কাউন্সিলের বৈঠকে। বৈঠকে জিএসটির বকেয়া অর্থ নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার, মহিলাদের ওপর নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি, আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ এবং টেলিকম পরিষেবার ঘাটতি, বিহার ও ঝাড়খণ্ডের সরকারি কর্মীদের বেতন বৈষম্য সহ একাধিক বিষয় আলোচ্যসূচিতে রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-আজ বিজয় দিবস: সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী- অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রশাসনিক সূত্রের মতে, এদিন অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের সম্ভাবনা ক্ষীণ। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, দুই নেতার একান্ত সাক্ষাত্ওধ হতে পারে। নবান্ন সভাঘরের পাশে সচিবালয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তুতিও রাখা হচ্ছে বলে সূত্রের খবর। বৈঠক শেষে নবান্ন সভাঘরেই মধ্যাহ্নভোজ সারার কথা অমিত শাহের। শনিবার বিকেলেই দিল্লি ফিরে যাবেন তিনি।

Latest article