পৌষের শুরুতেই এল শহরে জাঁকিয়ে শীত

শুক্রবার তাপমাত্রা একধাক্কায় ২ ডিগ্রি নেমে যায়। হয় ১৪.৫। হিমেল ঠান্ডায় ইতিমধ্যেই কাঁপছে পাহাড়। উপভোগ করতে পৌঁছেছেন প্রচুর পর্যটক

Must read

প্রতিবেদন : অগ্রহায়ণের শেষদিনে এল শীত। একধাক্কায় কমল ২ ডিগ্রি পারদ। তবে হাওয়া অফিস বলছে, বড়দিনের বিরতি কাটিয়ে শহরে আসবে জাঁকিয়ে শীত। বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ-সহ জেলাগুলিতে ইতিমধ্যেই পড়েছে কনকনে শীত। পারদ নেমেছে ১০-১২ ডিগ্রিতে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-দুই চ্যানেলে নতুন দুই

শুক্রবার তাপমাত্রা একধাক্কায় ২ ডিগ্রি নেমে যায়। হয় ১৪.৫। হিমেল ঠান্ডায় ইতিমধ্যেই কাঁপছে পাহাড়। উপভোগ করতে পৌঁছেছেন প্রচুর পর্যটক। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের দুটি জেলায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে ডুয়ার্সও। শনিবার কালিম্পঙে এবং সোমবার ও মঙ্গলবার কালিম্পং ও দার্জিলিঙে একেবারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, পর পর দুটি ঘুর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হওয়ায় বাধা পাচ্ছিল শীত। তবে এখন বিপদ কেটেছে। সরে গিয়েছে ঘুর্ণাবর্ত যার ফলে ঠান্ডার পথে আর কোনও কাঁটা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ শনিবার পৌষের প্রথমদিনে আকাশ মেঘলা থাকবে। বইবে ঠান্ডা হাওয়া। বিশেষ করে মকরসংক্রান্তি পর্যন্ত।

Latest article